কলকাতা : ডিসেম্বর হুঁশিয়ারির মাঝেই এবার পুলিশকে উদ্দেশ্য করে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ফের প্রকাশ্য সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এবার তিনি বললেন, ‘সংসদে এক দেশ, এক পুলিশ বিল আনছে সরকার’। 



 ‘ব্যাগ গুছিয়ে রাখুন, জানুয়ারি মাসে দেখা হবে’


মঞ্চে দাঁড়িয়ে বধানসভার বিরোধী দলনেতার হুঁশিয়ারি  ‘দিল্লির নিয়ন্ত্রণেই থাকতে হবে পুলিশকে’। শুভেন্দুর একের পর এক হুঙ্কারের মধ্যেই নবতম এই 'এক দেশ, এক পুলিশ' হুঙ্কার। ‘ব্যাগ গুছিয়ে রাখুন, জানুয়ারি মাসে দেখা হবে’ । তমলুকের বিক্ষোভ সমাবেশ থেকে আইপিএস, আইএএসদেরও হুঁশিয়ারি দেন শুভেন্দু। ব্যাগ গুছিয়ে রাখুন, জানুয়ারি মাসে দেখা হবে। জানুয়ারি থেকেই বুঝতে পারবেন কেন্দ্রে একটা সরকার আছে। আর একজন প্রধানমন্ত্রী আছেন। ’ । তমলুকের বিক্ষোভ সমাবেশ থেকে আইপিএস, আইএএসদেরও হুঁশিয়ারি দেন শুভেন্দু। 


‘ব্যাগ গুছিয়ে রাখুন, জানুয়ারি মাসে দেখা হবে। জানুয়ারি থেকেই বুঝতে পারবেন কেন্দ্রে একটা সরকার আছে। আর একজন প্রধানমন্ত্রী আছেন। ’ । তমলুকের বিক্ষোভ সমাবেশ থেকে আইপিএস, আইএএসদেরও হুঁশিয়ারি দেন শুভেন্দু। 


কড়া প্রতিক্রিয়া কুণালের 

এই হুঙ্কার শুনে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ' ও কত বড় বিজেপি হয়েছে, সিবিআই ইডি থেকে বোচতে একটা চিটিংবাজ বিজেপিতে গিয়েছে। সাংবিধানিক কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলছে বিজেপি। এক দেশ , এক পুলিশ, ... এক দেশ, এক দল .... এ আবার হয় নাকি ! দুর্নীতিবাজরা পুলিশকে এভাবে হুমকি দেবে ? ' 


এর আগে ডিসেম্বরে বড় কিছু ঘটার কথা বলে আসছেন তিনি। পঞ্চায়েত ভোট ( Panchayet Poll ) সম্মুখে। ক্রমেই তেতে উঠছে বঙ্গভূমি। একদিকে চারিদিক থেকে বোমা, অস্ত্র উদ্ধার। জেলা জেলা থেকে শাসকদলের অন্দরে তীব্র অন্তর্কলহের অভিযোগ। জমে উঠছে রাজনৈতিক কাজিয়া। কলকাতায় এবার ৩টি তারিখ জানালেন শুভেন্দু। ‘১২, ১৪, ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার। 


সম্প্রতি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, 'এই মাসেই আবার আসব, এক হাতি-গাড়ি লাড্ডু নিয়ে আসব, কারণটা বলছি না। এ মাসের শেষেই আসব। বিজয় দিবস পালব করব। তৈরি থাকুন। আবার লাড্ডু বিলি হবে। আমি যা ধরি তা শেষ করে ছাড়ি। স্টার্টিংয়ে না ফিনিশিংয়ে বিশ্বাস করি।' 


এর জবাবও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অধিকারী-গড়ে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন, ' এই যে ডিসেম্বর ধামাকা, সরকারটা পড়ে যাবে বলছে, আপনি জানেন আমি যদি দরজাটা খুলে দিই, তাহলে দরজাটা উঠে যাবে। কী ভাইরা দরজা খুলব? একটু খুলি? খুলব, না খুলব না? খুলব দরজাটা? ছোট্ট করে? ডিসেম্বর মাসেই? আচ্ছে তাহলে খুলছি ছোট্ট করে। এই ডিসেম্বরেই খুলব।'