কলকাতা: 'সর্বদলীয় বৈঠক না ডেকেই ভোট ঘোষণা, বাংলায় গণতন্ত্রের হত্যা', ট্য়ুইটারে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লিখলেন, 'এই প্রথম একতরফাভাবে ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূলের হয়ে কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন, উদ্দেশ্য স্পষ্ট। পঞ্চায়েত ভোটে কারও প্রাণ গেলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী এবং কমিশনার।'

কড়া শমীক ভট্টাচার্যও...
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতারা, সকলেই এদিন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সরব। অমিত মালব্য যেমন আক্রমণ শানিয়েছেন, '৫দিনে ৭৪ হাজার মনোনয়ন! শুরু হয়ে গেল রিগিং। বিরোধীদের মনোনয়নের পেশ না করার জন্য চেষ্টা। কেন ভোট দেখাতে চাইছেন, ফল ঘোষণা করলেই তো হয়!' রাজ্য় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের আবার বক্তব্য, '৩ হাজার পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কাগজের ব্যালটবাক্স রক্ষা করতে পারছে না, আর তারা এত বড় নির্বাচন একদফায় করে দেবে? নির্লজ্জতা, দখলদারির একটা সীমা থাকে।' এই পুলিশকে দিয়ে কোনও নির্বাচন সম্ভব নয়। তাঁর আক্রমণ, 'মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই নির্বাচন করে নেওয়া হয়েছে।' তাঁরও মত, এই পুলিশ দিয়ে যখন সম্ভব নয়, তখন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। একসুরে ঝাঁঝালো আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দি অধিকারীও। 


ঘোষণা...
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ১১ জুলাই গণনা, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশ। ঠিক ১ মাসের মাথাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবং এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কাল থেকে মনোনয়ন শুরু, শেষদিন ১৫ জুন। আগামী ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ত্রিস্তর নয়, দার্জিলিং, কালিম্পঙে দ্বিস্তরীয় ভোট। অনলাইনে পেশ করা যাবে পঞ্চায়েতের মনোনয়ন?  সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল কমিশন। জানানো হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ পরিস্থিতি তৈরি হলে ভাবব, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনারের। আজ থেকেই লাগু আদর্শ আচরণবিধি। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ মে, রাজ্যে একদফাতেই হয়েছিল পঞ্চায়েত ভোট। তবে সে বারের ভোট ঘিরে বিস্তর অশান্তির কথা শোনা যায়। এ বারের নির্বাচনে জেলা পরিষদের ৯২৮টি আসনে কবে ভোট হবে। ৪১টি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনে ভোট নেওয়ার কথা। ৩ ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোট হবে।


আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার