সুজিত মণ্ডল, আশাবুল হোসেন, সমীরণ পাল, কলকাতা : তাপস রায়ের পাল্টা মুকুটমণি অধিকারী ( MC MLA Mukut Mani Adhikari ) । বুধবার তৃণমূলে ভাঙণ ধরিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। আপাতত দু দলের স্কোর ১-১
২০১৯-এ লোকসভা ভোটের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি। সূত্রের খবর, এবার রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপি তাঁকে প্রার্থী না করায় অসন্তুষ্ট হন মুকুটমণি অধিকারী।
এরপরই বৃহস্পতিবার তৃণমূলের প্রাক-নারীদিবসের মিছিলে হাঁটলেন মুকুটমণি। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। আর তারপরই ঝাঁঝালো ট্যুইট করেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লেখেন, 'আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য দেখুন তৃণমূলের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছেন। মুকুটমণি অধিকারী - রানাঘাট দক্ষিণের বিধায়ক। তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। বিয়ের এগারো দিনের মাথায় তাঁর স্ত্রী FIR করেছিলেন। হঠাৎ করেই মহিলাদের সম্মান জানাতে তৃণমূলের মিছিলে 'পোস্টার বয়' হয়ে গেলেন।'
এই অভিযোগের জবাবে মুকুটমণির জবাব, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন অনেক এফআইআর থাকে।
বৃহস্পতিবার ফুল-বদল করে মুকুটমণির যুক্তি , 'আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী, বিগত ৫ বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত ৫ বছর ধরে যে কোনওরকম পরিষেবা পায়নি। সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি'
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩-এ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাসের আবহে, নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত হন মুকুটমণি অধিকারীর পরিবার। মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই তৃণমূলেই এবার যোগ দিলেন মুকুটমণি অধিকারী। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেটাই এখন প্রশ্ন।কিন্তু, মুকুটমণি অধিকারী কী করবেন? সেটাই এখন প্রশ্ন।
আরও পড়ুন :