উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: একই দিনে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) দু’জায়গায় বিজয়া সম্মিলনী তৃণমূল-বিজেপির (TMC, BJP)। নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী  (Suvendu Adhikari)। পাল্টা, কাঁথি ও রামনগরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে জবাব দিয়েছে তৃণমূল।

বিজয়া সম্মিলনীতে পঞ্চায়েত নির্বাচনের আঁচ!

বিজয়া সম্মিলনীতেও বাদ গেল না রাজনীতি। তুঙ্গে উঠল তৃণমূল-বিজেপির রাজনৈতিক আকচা-আকচি। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা জেলবন্দি। সেই নিয়ে নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠআন থেকে সরব হন শুভেন্দু। তিনি বলেন, "ইডি কোর্টে বলছে সাদা খাতা দিয়ে চাকরি। ক্লাস ফাইভ পাস অঙ্কের মাস্টার। দরজা খুললেই অপা সিন্ডিকেট। কোটি কোটি টাকা বান্ডিল। তাই দাবি ঘুষ মুক্ত মেধা যুক্ত কর্মসংস্থান। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাই।"

এর পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে সিবিআই-এর প্রমাণ করা উচিত যে তারা নিরপেক্ষ। সিবিআই-এর এফআইআর-এ নাম রয়েছে ওঁর। তৃণমূল নয়. বিজেপিই সবার আগে শুভেন্দুকে চোর বলে, গ্রেফতারি দাবি করে।"

আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপি-র হয়ে পঞ্চায়েত নির্বাচনের সুরও বেঁধে দেন শুভেন্দু। তিনি বলেন, "সব টাকা লুঠ হয়েছে। প্রতি অঞ্চলে গ্রামে, সংসদে সর্বত্র লুঠ হয়েছে। পঞ্চায়েত মেম্বররা নব্বই শতাংশ চোর ধরে নিতে পারেন। পঞ্চায়েতে চোর তাড়াবেন তো? সব গ্রাম থেকে তাড়াবেন তো? চোর ধরো জেল ভরো। ভরসা রাখুন ব্লিচিং, ফিনাইল নিয়ে পরিষ্কার শুরু করে দিয়েছি।"

দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, পাল্টা কুণাল

এর পাল্টা কুণাল বলেন, "বিজেপি-র কর্মসূচি হল গরুর গাড়ির হেডলাইট। শুভেন্দু আজ যে বেলুন ফোলাল, কাল গিয়ে ফুটো করে দিয়ে আসব।" রামনগরে শুভেন্দুকে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিও। তিনি বলেন, "শুভেন্দু কথায় কথায় মুখ্যমন্ত্রীকে চোর, বিসর্জন দিয়ে দেবে, নিজে বিসর্জনে চলে যাচ্ছে,শুধু কেন্দ্রীয় ফোর্স নিয়ে ঘুরছে, আরে কেন্দ্রীয় বাহিনীটা রেখে দে না ঘরে, দেখি কত বড় ক্ষমতা তুই রাস্তায় বেরোতে পারিস কি না, মানুষ পিটিয়ে মেরে দেবে। নন্দীগ্রামের মানুষ পিটিয়ে মারবে।" এর পাল্টা শুভেন্দুর কটাক্ষ, "দাঁত ফোকলা, হাফমন্ত্রী, কাকের মতো দেখতে, কথার উত্তের দেই না।" আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে, বিজয় সম্মিলনীতে সেই আঁচ সপ্তমে উঠল।