কলকাতা : ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে ডিসেম্বরের ডেডলাইনের ব্যাখ্যা। ২১ ডিসেম্বর পেরিয়ে যাওয়া প্রসঙ্গে শুভেন্দুর হাতিয়ার ওএমআর শিট (OMR Sheet) নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) কড়া অবস্থান।


'২১-শের বদলে ২২ শে মামলার শুনানি হয়েছে, তাই ওই দিনের কথা বলছিলাম', ২১ ডিসেম্বরের হুঙ্কার নিয়ে ব্যাখ্যা দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। শুধুমাত্র ২১ নয়, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর তিনটি দিন তিনি কেন বলেছিলেন, সেই ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। 


'বারবার ডেডলাইন, কোর্টের দিন নিয়ে রাজনীতি হতে পারে না, এরকম কিছু হলেও প্রমাণিত হবে বিজেপির কথায় চলছে এজেন্সি', ডিসেম্বর ডেডলাইন নিয়ে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)। 


তিন তারিখ নিয়ে কী ব্যাখ্যা


শুভেন্দু অধিকারী তাঁর ডিসেম্বর ডেডলাইনের তিনটি দিন নিয়ে ব্যাখ্যায় বলেছেন, '১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানি ছিল কয়লা পাচারকাণ্ডে। কে করেছিল মামলা ইডির বিরুদ্ধে? সবাই জানে। সেই মামলার দিন ১৩ জানুয়ারি হয়েছে, সবাই জানে। তাই গুরুত্বপূর্ণ দিনটা পাল্টেছে। ১৪ তারিখ ডিএ মামলার শুনানি ছিল সবাই জানে। বিচারপতিদের বাঙালি বলে আক্রমণ করার জেরে তারা সরে দাঁড়িয়েছেন। নতুন বিচারপতির কাছে যাবে, বিচার হবে। সেখানেও গুরুত্বপূর্ণ দিন আছে। ২১ শে বলেছিলাম যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে, তাঁদের তালিকা প্রকাশ হবে। ২১-এ হয়নি ২২-এ হয়েছে। '


কটাক্ষ কুণালের


রাজ্যের বিরোধী দলনেতা কোর্টের দিন নিয়ে রাজনীতি করছেন বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'কুড়িতে তৃণমূলে যোগ দিয়ে কে বলেছিল একুশে সরকার পড়ে যাবে। পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের পর কে বলেছিল মহারাষ্ট্রের পর বাংলা, শুভেন্দুই বলেছিল।' এদিকে, বৃহস্পতিবারই রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর আদলে কার্টুন তৈরি করে ব্যঙ্গ করেছেন তৃণমূলের কংগ্রেসের সোশাল মিডিয়া সেল। ডিসেম্বর ডেডলাইনের প্রসঙ্গ তুলে আপাতত তিনি লুকিয়ে পড়েছেন বলেও কটাক্ষ করা হয়েছে নাম না দেওয়া ব্যঙ্গচিত্রের আক্রমণে।                                                  



আরও পড়ুন- 'ভেবেছিলাম করোনা শেষ হয়ে গেছে, আবার তো হচ্ছে, অবস্থা বুঝে ব্যবস্থা' সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর