কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi By Election 2023) বিরোধীদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর (Suvendu Adhikari)। ২৪৬টি বুথে বিরোধীদলের এজেন্টদের একসঙ্গে থাকার বার্তা শুভেন্দুর। গতকাল রাজ্যের বিরোধী দলেনতা বলেন, "আমরা ক্লোজ নজর রাখছি। ২৪৬টা বুথেই বিরোধী দলের এজেন্টরা থাকবে। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই করব। সাগরদিঘির ভোটকে পঞ্চায়েত ভোটকে প্রহসনের ভোট করতে দেব না। তার জন্য যা যা করার সবটাই করা হবে।'' 


এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ৩ দিন আগে ওসিকে সরাল নির্বাচন কমিশন। ভোটের মুখে সাগরদিঘির নতুন ওসি হলেন নিমাই ঘোষ। ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড়ের আবহে, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার ৩ দিন আগে গতকাল সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে কমিশনের কড়া নির্দেশ, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার। সাগরদিঘি থানার নতুন ওসি হলেন নিমাই ঘোষ, তিনি এর আগে হাওড়া কমিশনারেটে কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, অপসারিত ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ওসি অভিজিৎ সরকারের বিরুদ্ধে অনেক দিন ধরেই বিরোধীদের অভিযোগের পাহাড় জমছিল। শাসকদল তৃণমূলের হয়ে পক্ষপাতদুষ্ট হিসেবে কাজ করা বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, অভিজিৎ সরকারের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগে সরব হয় বিরোধী শিবির।সম্প্রতি প্রতারণা ও ধর্ষণের অভিযোগে সাগরদিঘির প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমানের গ্রেফতারিতে সেই অভিযোগ আরও তীব্র হয়। ভোটের আগে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই গ্রেফতার করা হয়েছে সাইদুরকে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে সাগরদিঘি থানার পুলিশের ভূমিকা। ১৫ বছর আগের ঘটনায় কেন প্রাথমিক তদন্ত করা হল না? ১৫ বছর আগের ঘটনায় কেন ২০২৩-এ অভিযোগ করা হল?এই প্রশ্ন তুলে ওসিকে কেস ডায়েরি-সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।ধৃত যুব কংগ্রেস নেতা পরে অন্তর্বর্তী জামিন পান।সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারের অপসারণ চেয়ে আগেই নির্বাচন কমিশনে চিঠি লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওসি অভিজিৎ সরকারকে সাসপেন্ড করার দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত হলেন ওসি অভিজিৎ সরকার।

আরও পড়ুন: Panchayat Election : বরাদ্দ টাকা কাজে লাগিয়ে এক মাসের মধ্যে বকেয়া কাজ শেষ করুন, জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের