হাওড়া : এক মাসের মধ্যে বকেয়া কাজ শেষ করুন। যে টাকা বরাদ্দ করা হয়েছে, তা উন্নয়নের কাজে খরচ করুন। শনিবার নবান্নে (Nabanna) জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যসচিব (Chief Secretary)।
সূত্রের খবর, এপ্রিল মাসের শেষের দিকে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) করাতে চাইছে রাজ্য সরকার (West Bengal Government)। এই পরিস্থিতিতে, মুখ্যসচিবের বার্তা, আগামী ১ মাসের মধ্য়ে কাজ শেষ করুন।
দুয়ারে পঞ্চায়েত ভোট হওয়ায় তাঁকে পাখির চোখ করে একাধিক কাজে গতি আনার বার্তা যে রাজ্য দিতে চেয়েছিল, তা বোঝা গিয়েছিল রাজ্য বাজেটেই। রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণার পাশাপাশি একাধিক প্রকল্পে টাকা বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। বরাদ্দ ঘোষণার পরই এবার জেলাগুলিতে যাতে প্রকল্প বাস্তয়াবনে গতি আসে সেটা নিশ্চিত করতেই বার্তা দিল প্রশাসন। জেলাশাসকদের মুখ্যসচিবের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, বরাদ্দ যে টাকা মিলেছে তা দিয়ে আগামী একমাসের মধ্যে বকেয়া কাজ শেষ করতে হবে।
আরও পড়ুন- মমতার সভায় 'পচা বিরিয়ানি' বিতর্ক, এবার থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দেওয়া হবে শুকনো খাবার
রাজ্য বাজেটে জোর দেওয়া হয়েছে রাস্তায়। গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প (Rastasree Scheme) ঘোষণা করা হয়েছে। যেখানে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজে। সেচের জলে কর মকুব থেকে একাধিক উন্নয়নমূলক কাজে বরাদ্দ কমানো হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের ঘাড়ে ক্রমশ ভারী হচ্ছে ঋণের বোঝা। বাম জমানার পরে যে পরিমাণ ঋণ নিয়ে সরকার পরিচালনা শুরু করেছিল তৃণমূল সরকার, তা লাফিয়ে বেড়ে আপাতত প্রায় দ্বিগুণ। ঋণের পরিমাণ বাড়ার জন্য রাজ্যের তরফে বারবার দায় চাপানো হয়েছে কেন্দ্রের দিকে। একাধিক বরাদ্দ না মেলার জন্য বারবার দরবারও করা হয়েছে। পাল্টা রাজ্য সরকারের দায়-খয়রাতির জেরেই রাজ্যের ঋণের ভার বাড়ছে বলেই ক্রমাগত আক্রমণ বিরোধীদের। এর মাঝেই বকেয়া ডিএ-র (DA) দাবিতে আন্দোলনে সরকারি কর্মী-অবসরপ্রাপ্তদের একাংশ। যা নিয়েও চলছে প্রবল রাজনৈতিক তরজা। এসবের মাঝেই রাজ্য বাজেটে একাধিক প্রকল্পে ঘোষণা করা হয়েছে বরাদ্দ।
এবার দ্রুত বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দ্রুত যাতে কাজে লাগানো হয়, সে ব্যাপারে জেলাশাসকদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব। যে প্রকল্পের বাস্তবায়িত হলে তার প্রভাব পঞ্চায়েত ভোটে ব্যালট বাক্সে পড়বে কি না, সেটাও দেখার।