সৌভিক মজুমদার, কলকাতা: নন্দীগ্রাম দিবসে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) , শর্তসাপেক্ষে সায় আদালতের। ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীকে সভার অনুমতি দিল আদালত। আগামীকাল সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সভা করার অনুমতি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ আদালতের। সাড়ে দশটার মধ্যে বিজেপি নেতা-কর্মীদের নির্দিষ্ট এলাকা খালি করার নির্দেশ। ১১টা থেকে ৩টে পর্যন্ত নিজেদের কর্মসূচি পালন করবে তৃণমূল।
১৪ মার্চ নন্দীগ্রাম (Nandigram) দিবসে শুভেন্দু অধিকারীর সভায় পুলিশের (Police) বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি (BJP)। আজই শুনানির আবেদন গৃহীত হয়েছে। ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনার বর্ষপূর্তি। সেই উপলক্ষে গোকুলনগরে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ।
নন্দীগ্রাম পুলিশের দাবি, সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আগেই অনুমতি নিয়ে রেখেছে তৃণমূল। অন্য কোনও রাজনৈতিক দলকে সেই কারণে অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের তরফে বিজেপিকে অনুষ্ঠানের সময়সূচি বদল করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব বিজেপির কাছে গ্রহণযোগ্য হয়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।