নয়াদিল্লি: ১৩ মার্চের সকালটা ভারতবাসীর জন্য বেশ আনন্দের। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) মঞ্চ থেকে দেশে এল জোড়া অস্কার (Oscars 2023)। বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পেল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) ও 'নাটু নাটু' (Naatu Naatu)। তার ওপর লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারও (Dolby Theatre) এদিন মেতে ওঠে 'নাটু নাটু'র লাইভ পারফর্ম্যান্সের সঙ্গে। টিম 'আর আর আর'-এর প্রতি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে চিরঞ্জীবী, সামান্থা রুথ প্রভু প্রমুখ। কী বললেন তারকারা?
'নাটু নাটু'র জন্য শুভেচ্ছার বন্যা
দক্ষিণী তারকা এবং রাম চরণের বাবা চিরঞ্জীবী এদিন সুখবর পেতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানান। নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি লেখেন, 'বিশ্বের শীর্ষে নাটু নাটু!!! বেস্ট অরিজিন্যাল সং বিভাগে অস্কার পেলেন এম এম কীরাবাণী, চন্দ্রবোস, কালা ভৈরব, রাহুল শিপলিগঞ্জ, প্রেম রক্ষিত, জুনিয়র এনটিআর, রাম চরণ, এবং এক ও শুধুমাত্র এস এস রাজামৌলি।'
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কথায় 'অভূতপূর্ব মুহূর্ত' এটি, ইনস্টাগ্রাম স্টোরিতে তেমনই লিখলেন তিনি।
ছবির অন্যতম অভিনেত্রী আলিয়া ভট্টও এদিন উচ্ছ্বসিত। গানের সাফল্যে তাঁর শুভেচ্ছার চিৎকার যেন পোস্টের মধ্যে দিয়ে ঠিকরে বেরোচ্ছিল।
অভিনেত্রী কঙ্গনা রানাউত এদিন ট্যুইটারে পোস্ট করে গোটা ভারতকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'গোটা ভারতকে শুভেচ্ছা। জাতিগত ভিত্তিতে ভারতীয়দের দমন, নির্যাতন, হত্যা, ঔপনিবেশিকতা সম্পর্কে একটি সিনেমা বিশ্ব প্ল্যাটফর্মে প্রশংসিত হয়েছে, শুধুমাত্র বাংলার এক দুর্ভিক্ষের সময় মৃত ভারতীয়দের সংখ্যা হলোকাস্টের সময় ইহুদিদের মৃত্যুর চেয়ে অনেক বেশি ছিল। ধন্যবাদ আর আর আর।'
শুভেচ্ছা জানান প্রিয়ঙ্কা চোপড়া। নাটু নাটু গানের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর। 'আর আর আর' ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগণও। তাঁকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Oscars 2023: সামনে লেডি গাগা, ছবি তুলতে গিয়ে রেড কার্পেটে মুখ থুবড়ে পড়লেন ফটোগ্রাফার!
প্রসঙ্গত, 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছিল এই গান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'।