ঘাটাল: বিনয় মিশ্রের সঙ্গে তাঁর ফোনের কথোপকথন আদালতে জমা দেবেন বলে একদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ বার অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সাফ জবাব, শুধু অডিও ক্লিপ প্রকাশ করলেই হবে না, তাঁর থেকেই ফোন গিয়েছিল, তা-ও প্রমাণ করতে হবে অভিষেককে। 


ঘাটালের সভা থেকে অভিষেককে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু


শনিবার ঘাটালে (Ghatal News) জনসভা করেন শুভেন্দু। সেখান থেকেই এমন মন্তব্য করেন তিনি। শুভেন্দু বলেন, "বিনয় মিশ্রের সঙ্গে নিশ্চয় আপনার যোগাযোগ আছে। আপনি বলেছেন অডিও আছে, অডিও আপনি প্রকাশ করুন। আমার কোনও সমস্যা নেই। মাথা আমার উঁচু। কিন্তু অডিও ক্লিপের সঙ্গে, শুভেন্দু অধিকারীর নম্বর ৯********* থেকেই ফোন গিয়েছিল, সেই নম্বরটাও প্রকাশ করতে হবে। না পরলে ধরে নেব, সুদীপ্ত সেনকে দিয়ে মিথ্যে বলানোর মতো গলা নবকল করিয়ে বাজার গরম করতে চাইছেন।"


আরও পড়ুন: Jawhar Sircar: বিতর্কের জের! সকালে সরিয়ে বিকেলে হোয়াটসঅ্যাপে গ্রুপে জহরকে ফেরাল তৃণমূল


এ দিনের সভায় শুভেন্দু আরও বলেন, "আমি মেদিনীপুরের ছেলে। সিপিএম-কে উৎখাত করেছি। আপনার পিসি আর আপনাকেও উৎখাত করব।" কিছু দিন আগে শুভেন্দুর বিরুদ্ধে জেল থেকে চিঠি লিখেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। শুভেন্দু তাঁর থেকে মোটা টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেন তাতে। সেই চিঠির প্রসঙ্গই এ দিন টেনে আনেন শুভেন্দু।


গরু এবং কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে বিনয় মিশ্রের (Binay Mishra)। একাধিক বার তাঁর নাম উঠে এলেওষ এখনও পর্যন্ত সিবিআই বা ইডি তাঁর নাগাল পায়নি। এই বিনয় মিশ্রকে নিয়েই এখন অভিষেক এবং শুভেন্দুর মধ্যে দ্বৈরথ শুরু হয়েছে। বিনয় অবশ্য ঢের আগেই দেশ ছেড়েছেন। 


অভিষেক-শুভেন্দুর দ্বৈরথের বিষয় বিনয় মিশ্র


শুক্রবার ইডি-র দফতরে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে অভিষেকের। সেখান থেকে বেরিয়েই বিনয়ের সঙ্গে শুভেন্দুর কথোপকথনের বিষয়টি সামনে আনেন তিনি। অভিষেক বলেন, " ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তর। শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব। আদালতে অডিও ক্লিপ জমা দিতে রাজি। পারলে শুভেন্দু আমার বিরুদ্ধে আদালতে মামলা করুক।" অভিষেকের সেই দাবি নিয়েই এ দিন প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু।