West Bengal News Live Updates: কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? জ্যোতিপ্রিয়কে আক্রমণ কল্যাণের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রকাশ্য দিবালোকে অবাধে চলছে অজয় নদের পাড়ে বসানো সাবমার্সিবল পাম্পের সামনে থেকে বালি তোলা। ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের কপালে। কড়া ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বেলাগাম দুর্নীতি বনাম বকেয়ায় বঞ্চনা, আগামী কয়েকদিনের মধ্যে এই দুই মেরুতেই কি আড়াআড়ি বিভক্ত হতে চলেছে রাজ্য রাজনীতির তর্জন-গর্জন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন, তখন রেশন দুর্নীতি ইস্যুতে ঝাঁঝ বাড়িয়ে প্রতিদিনই পথে নামছে বিজেপি।
ওএমআর কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে রক্ষাবকচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে জানাল সর্বোচ্চ আদালত।
পেঁয়াজ-সহ সবজির ঊর্ধ্বমুখী দামে লাগাম পরাতে বাজারে বাজারে ঘুরছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। আজ কাঁকুড়গাছি ও কাদাপাড়ার বাজার ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে।
দুষ্ট ছেলেকে শান্ত করার উপায় বলে দিয়েছিলেন সাধু। তাঁর পরামর্শ মতোই অন্ধ বিশ্বাসে ছেলেকে রাত কাটানোর জন্য নির্জন নদীর পাড়ে রেখে আসেন বাবা-মা ও দাদু। তার জেরে ৩ জনকেই গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রকে। যুক্তিবাদীদের দাবি, সবই মধ্যযুগীয় অন্ধ বিশ্বাস। সাধু নয়, চিকিৎসকের কাছে যাওয়া দরকার ছিল, বলছেন বিশেষজ্ঞরা।
রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ। কলকাতায় টিম ইন্ডিয়া। টিকিটের কালোবাজারি, সিএবির প্রতিনিধিকে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের।
'জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মবিশ্বাস আছে বলেই তিনি নিজেকে নির্দোষ বলছেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন বা জানেন না, সেটা দলের কাছে খবর নিতে হবে', এটা তো দলীয় ষড়যন্ত্রের কথা হচ্ছে, সেক্ষেত্রে ওরাই বলতে পারবে, মন্তব্য জ্যোতিপ্রিয়র মেয়ের। 'ইডি ডাকলে যাব, তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত', বাকিবুর রহমানকে চিনি না, দাবি মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী মল্লিকের ।
দলীয় সাংসদকে পাশে বসিয়েই ফতোয়া জারি শাসক নেতার। '২৪-এর নির্বাচনে বীরভূমের বুকে জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না', শতাব্দী রায়ের সামনেই ঘোষণা বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের। রামপুরহাটে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মন্তব্য তৃণমূল নেতার। কাজল শেখকে ধরেই ভোটের বৈতরণী পার হতে চাইছেন শতাব্দী রায়, মন্তব্য বিজেপির।
সাউথ সিঁথিতে ঘরের ভিতর থেকে মধ্যবয়স্ক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম সমীরণ চট্টোপাধ্যায়। দক্ষিণ সিঁথির বাসিন্দা ছিলেন সমীরণ চট্টোপাধ্যায়। গত সোমবার তাঁকে শেষবার দেখা গেছিল বলে প্রতিবেশীরা জানিয়েছে। ঘরের দরজা ভেজানো ছিল, দুর্গন্ধ পেয়ে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। মৃত ব্যক্তি একটি ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও ছেলে পুজোর সময় বাড়ি থেকে চলে গেছে বলে আত্মীয়দের সূত্রে খবর। তারপর থেকে সমীরণ চট্টোপাধ্যায় বাড়িতে একাই থাকতেন।
শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে নাটক মঞ্চস্থ করায় শাসকের রোষে নাটকের দল? ডিএ বঞ্চনার প্রতিবাদে গতকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে নাটক মঞ্চস্থ করার পরেই নদিয়ার চাকদার নাট্য়জনের বুকিং বাতিল করে দেওয়ার অভিযোগ। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে বুকিং ছিল এই নাটকের দলের। গতকাল ডিএ আন্দোলনকারীদের মঞ্চে জগাখিচুড়ি নামে একটি নাটক মঞ্চস্থ করেন নাট্য়জনের সদস্য়রা। অভিযোগ এরপরেই বুকিং বাতিল করেছে কল্য়াণী পুরসভা। নাট্য়জনের বুকিং বাতিল করার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। ওই সময়ে সরকারি অনুষ্ঠান থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, জানাল কল্যাণী পুরসভা। এদিকে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পরবর্তী শুনানি।
কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? জ্যোতিপ্রিয়কে আক্রমণ কল্যাণের। 'মমতা-অভিষেক সব জানেন মানে কী ? জ্যোতিপ্রিয় যদি দুর্নীতির কথা বলে থাকেন, তাহলে তিনি পদক্ষেপ নেননি কেন ? জ্যোতিপ্রিয় মল্লিক কি কাউকে চিঠি দিয়েছিলেন ? আমার পদস্খলন হয়ে থাকলে মমতার দোষ হয়ে যাবে ? কেউ বেইমানি করলে মমতা-অভিষেকের দোষ হবে কেন? ওঁকে খাদ্যমন্ত্রী করাটাই কি মমতার দোষ ?' কেউ দোষী হলে সেই দায় তার, মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলবের দিনেই টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে ইডেন গার্ডেন্সের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস।
রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে বিজেপির খাদ্যভবন অভিযান। সল্টলেকে বৈশাখী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল বিজেপির। জেলায় জেলায় দুর্নীতির প্রতিবাদে মিছিল। আলিপুরদুয়ারে জেলা বিজেপির বিক্ষোভ। বাঁকুড়াতেও রাস্তায় নেমে প্রতিবাদ বিজেপির।
শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে নাটক মঞ্চস্থ করায় শাসকের রোষে নাটকের দল? ডিএ বঞ্চনার প্রতিবাদে গতকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে নাটক মঞ্চস্থ করার পরেই নদিয়ার চাকদার নাট্য়জনের বুকিং বাতিল করে দেওয়ার অভিযোগ। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে বুকিং ছিল এই নাটকের দলের। গতকাল ডিএ আন্দোলনকারীদের মঞ্চে জগাখিচুড়ি নামে একটি নাটক মঞ্চস্থ করেন নাট্য়জনের সদস্য়রা। অভিযোগ এরপরেই বুকিং বাতিল করেছে কল্য়াণী পুরসভা। নাট্য়জনের বুকিং বাতিল করার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। ওই সময়ে সরকারি অনুষ্ঠান থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, জানাল কল্যাণী পুরসভা। এদিকে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পরবর্তী শুনানি।
দিনহাটার পর এবার শীতলকুচি। ফের লোকালয়ে হাতির হানা। হাতির আক্রমণে আহত হলেন স্থানীয় এক বাসিন্দা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বন দফতরের আধিকারিকদের ক্ষোভ স্থানীয়দের।
ইডির নজরে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক ও তাঁর পরিবারের সদস্য়দের বিদেশ যাত্রা।
রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এজেন্টরা। সূত্রের খবর, এজেন্টদের মাধ্য়মেই রেশন দুর্নীতির টাকা লেনদেন হত। বাকিবুর রহমান যে টাকা পাঠাতেন সেই টাকা এজেন্টদের মাধ্য়মে লেনদেন হত বলে তদন্তে উঠে এসেছে।
প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। মা-কে দেখতে আজই কলকাতায় এসে পৌঁছন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । নোবেলজয়ী অর্থনীতিবিদের মা-কে দেখতে গতকাল হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব । সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ।
রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এজেন্টরা। সূত্রের খবর, এজেন্টদের মাধ্য়মেই রেশন দুর্নীতির টাকা লেনদেন হত।
আদালতের নির্দেশ মতো আজ ফের জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে যাওয়া হল আলিপুর কমান্ড হাসপাতালে। সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে বার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। বেরোনোর সময় জ্যোতিপ্রিয় সাংবাদিকদের জানান তিনি নির্দোষ।
তাল কাটল বিজয়া সম্মিলনীতে। পঞ্চায়েতের টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মঞ্চ ছেড়ে পিছনে গিয়ে অনুষ্ঠান চলাকালীন মোবাইল ফোনে দেখলেন ক্রিকেট খেলা। গতকাল নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বিজয়া সম্মেলনীতে যোগ দেন তৃণমূল বিধায়ক। সেখানে তিনি অভিযোগ করেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে বিধায়কদের কাছ থেকে যে তালিকা চাওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী টিকিট দেওয়া হয়নি। অভিযোগ করেন টিকিট বিক্রিরও। এই অভিযোগের প্রেক্ষিতে নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ স্বীকার করেছেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তবে তাপস সাহার কথায় আমল দিতে রাজি নন কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ।
এবার অনলাইন প্রতারণার শিকার হলেন পামেলা ভট্টাচার্য নামে এক অভিনেত্রী। তাঁর দাবি, কিছুদিন আগে একটি অনলাইন সংস্থা থেকে জিনিস কেনার পর সেটি পছন্দ না হওয়ায় সেটি ফেরত দিয়ে রিফান্ড চাইলেও সেই সংস্থা রাজি হয়নি। এরপরেই গুগলে সার্চ করে সেখান থেকে কনজিউমার ফোরামের নামে একটি লিঙ্কে অভিযোগ জানাতে যান অভিনেত্রী। তাঁর দাবি, সেই লিঙ্কে ক্লিক করতেই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তাঁর থেকে ২টাকা চাওয়া হয়। অভিনেত্রীর অভিযোগ, ওই টাকা কেটে নেওয়ার পরেই কয়েকঘণ্টার মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৯৮ হাজার টাকা। এরপরই যাদবপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কনজিউমার ফোরামের নির্দিষ্ট লিঙ্কটি ফেক কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে যাদবপুর থানা সূত্রে খবর।
জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে থাকত বাকিবুর রহমানের গাড়িও। বিস্ফোরক দাবি করা হচ্ছে ED সূত্রে। এমনকী অমিত দে-র মোবাইল ফোনে বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী কথা বলতেন বলেও সূত্রের দাবি।
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেটের পরেও জ্যোতিপ্রিয় নিয়ে ভিন্ন সুর কাকলির।
হিসাব বহির্ভূত উপার্জন করেছি কি না প্রমাণ করুন। আয়কর রিটার্ন পোস্ট করে দুর্নীতি নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর।
স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বেসরকারি হাসপাতালে আর হাড়ের চিকিৎসা নয়। একমাত্র সরকারি হাসপাতালে পরিকাঠামো না থাকলে ছাড়। নির্দেশ রাজ্য সরকারের।
সারদার ফাইল লোপাট মামলায় ফের পুলিশের নজরে। শুভেন্দুর ভাই সৌমেন্দু। কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ।
কীভাবে রেশন দুর্নীতির কালো টাকা সাদা? প্রাক্তন থেকে বর্তমান-বালুর দুই পিএ-কে ফের ইডির জিজ্ঞাসাবাদ। সিএর নেতাজিনগরের ফ্ল্যাটেও তল্লাশি।
ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে এথিক্স কমিটির বৈঠক ঘিরে তুলকালাম। প্রশ্নের মুখে রেগে মাঝপথেই বেরিয়ে এলেন মহুয়া।
প্রেক্ষাপট
- ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে এথিক্স কমিটির বৈঠক ঘিরে তুলকালাম। প্রশ্নের মুখে রেগে মাঝপথেই বেরিয়ে এলেন মহুয়া।
- এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন মহুয়ার। চেয়ারম্যানের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে নালিশ। কমিটির সদস্যদের সামনে মৌখিকভাবে বস্ত্রহরণের অভিযোগ।
- মহিলা সাংসদকে আপত্তিকর প্রশ্নের অভিযোগ। মহুয়ার পাশে কংগ্রেস-বাম-সহ বিরোধীরা।
- অসম্মানজনক প্রশ্নের অভিযোগ মানতে নারাজ এথিক্স কমিটির চেয়ারম্যান। পাল্টা তৃণমূল সাংসদের বিরুদ্ধেই অসাংবিধানিক আক্রমণের অভিযোগ।
- আড়ি পাতা বিতর্কে তোলপাড় রাজনীতি। অ্যাপলকে নোটিস কেন্দ্রের। বিরোধীদের ফোন হ্যাকের চেষ্টার অভিযোগ। তদন্ত শুরু কেন্দ্রের।
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেটের পরেও জ্যোতিপ্রিয় নিয়ে ভিন্ন সুর কাকলির। - মন্ত্রীর কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি! খাদ্য দফতরেই হত বৈঠক। পিএ-র ফোনেই যোগাযোগ। রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর দাবি ইডির।
- কীভাবে রেশন দুর্নীতির কালো টাকা সাদা? প্রাক্তন থেকে বর্তমান-বালুর দুই পিএ-কে ফের ইডির জিজ্ঞাসাবাদ। সিএর নেতাজিনগরের ফ্ল্যাটেও তল্লাশি।
- নদিয়ায় বাকিবুরের সংস্থার বিরুদ্ধে ৪টি এফআইআর পুলিশের। ধরপাকড়ের পরেও হঠাৎ তদন্ত বন্ধে রহস্য।
হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী। দার্জিলিং সফর কাটছাঁট করে ফিরলেন রাজ্যপালও। - সারদার ফাইল লোপাট মামলায় ফের পুলিশের নজরে। শুভেন্দুর ভাই সৌমেন্দু। কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ।
হিসাব বহির্ভূত উপার্জন করেছি কি না প্রমাণ করুন। আয়কর রিটার্ন পোস্ট করে দুর্নীতি নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। - পঞ্চায়েত ভোটের চার মাস পরেও টিকিট নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ।মানতে নারাজ আরেক বিধায়ক।
টাকার লোভে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রেফার! জড়িত সরকারি চিকিৎসকদেরই একাংশ। স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহারের অভিযোগ খোদ স্বাস্থ্যভবনের।
স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বেসরকারি হাসপাতালে আর হাড়ের চিকিৎসা নয়। একমাত্র সরকারি হাসপাতালে পরিকাঠামো না থাকলে ছাড়। নির্দেশ রাজ্য সরকারের।
কোয়েস্ট মলের চারতলা থেকে পড়ে মৃত্যু ব্রড স্ট্রিটের এক যুবকের। আত্মহত্যা, না কি অন্য রহস্য? তদন্তে কড়েয়া থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
অনলাইন সংস্থার বিরুদ্ধে নালিশ জানাতে গিয়েই প্রতারণার শিকার অভিনেত্রী! লিঙ্কে ক্লিক করতেই উধাও ৯৮ হাজার টাকা, অভিযোগ পামেলা ভট্টাচার্যের! তদন্তে যাদবপুর থানা।
যেন এশিয়া কাপ ফাইনালের রিপ্লে! শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতরা। ফের ৫ উইকেট। বিশ্বকাপে ভারতীয় হিসেবে সর্বাধিক উইকেট সামির।
ইডেনে রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট ঘিরে বেলাগাম কালোবাজারি! ৯০০ টাকার টিকিট বিক্রি হল ১০ হাজারে! - ইডেনের ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি!
- ইডেনে রবিবারের মেগা ম্যাচ ঘিরে টিকিটের জন্য হাহাকার। সিএবির আজীবন সদস্য হয়েও টিকিট না পেয়ে বিক্ষোভ।
- পড়ে গিয়ে গুরুতর আহত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। ভর্তি হাসপাতালে। দেখতে গেলেন মুখ্যমন্ত্রী।
- দুর্নীতির রেশন-দোকানে নাকি চোরেদের ভিড়! মমতা বলেন, এসব আসলে কলকাঠি বিজেপির! জালে জড়ালেন জ্যোতিপ্রিয়, ED গেল দরজায়। তদন্ত হবে? নাকি পুরোটাই শেষ হবে তরজায়?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -