কাঁথি: ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুর বদল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। জানালেন, বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতেই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি (BJP)। একই সঙ্গে হুঁশিয়ারিও দিলেন বাংলার বিরোধী দলনেতা (December Deadline)। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজর চলবে বলে দিলেন হুঁশিয়ারি। এ নিয়ে তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।


ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুর বদল শুভেন্দু অধিকারী


বুধবার কাঁথির সভা থেকে ডিসেম্বর 'ডেডলাইন' সুর বদলে ফেলতে শোনা যায় শুভেন্দুকে। তিনি বলেন, "বাংলায় ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি। বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি।" শুভেন্দু আরও বলেন, "বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজার চলবে।"


গত কয়েক মাসে একাধিক বার বঙ্গ-বিজেপি নেতাদের মুখে ডিসেম্বর 'ডেডলাইন' শোনা গিয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার এবং সর্বোপরি শুভেন্দু, ডিসেম্বরে রাজ্যে পালাবদলের জল্পনা উস্কে দিয়েছেন তাঁরা। এমনকি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের উদাহরণও টানতে শোনা গিয়েছে তাঁদের। এমনকি নির্দিষ্ট দিনও বেঁধে দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই দিন এলেও, বড় ধরনের কিছু ঘটেনি। তাতে বিজেপি-কে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। 


আরও পড়ুন: Recruitment Scam : 'সাদা ওএমআর শিটে চাকরি', নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-তদন্তের নির্দেশ হাইকোর্টের


সেই আবহেই এ দিন কাঁথিতে সুরবদল করলেন শুভেন্দু। এতদিন বার বার ডিসেম্বর 'ডেডলাইনে'র কথা বললেও, আচমকা কেন সুরবদল তাঁর, তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি দিল্লিতে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। সুরবদলের নেপথ্যে সেই সাক্ষাতের কোনও ভূমিকা রয়েছে কিনা, জল্পনা শুরু হয়েছে তা নিয়েও। 


এত দিন বার বার ডিসেম্বরের কথা শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে


যদিও সুরবদল নিয়ে শুভেন্দুকে কটাক্ষই করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এত ঘন ঘন অবস্থান বদল, উল্টো কথা বলা বিস্ময়কর। বিজেপি-তে গিয়ে বলেছিল ২০২১-এই বদল। হল না। তার পর সমানে ডিসেম্বরে সরকার পড়বে বলছিল, হল না। ২০২২ পেরোতে চলেছে। এখন যে বলছে ভোটে জিতে সরকার বদল হবে, এটাই তো স্বাভাবিক! তাহলে এতদিন মহারাষ্ট্রের পর বাংলা বলছিল। অর্থাৎ বিধায়ক ভাঙিয়ে সরকারের হুমকিই দিচ্ছিল। এখন ভোটে জিতে সরকার গড়ার কথা বলে নতুন আর কী করল! গণতন্ত্রে তেমনই নিয়ম। ব্যক্তির রাজনীতি করছেন উনি, কুৎসার রাজনীতি করছেন। বলে পিছিয়ে আসে বরাবর। এই ওঁর রাজনীতি!"