কলকাতা: 'মেদিনীপুরের বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী, জঙ্গি' তকমা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, ২০২৩ সালেও একই ঘটনা। ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য', পোস্ট শুভেন্দু অধিকারীর। 'বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। উল্টে তাঁকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে', আক্রমণ শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন, 'বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ' করলেন শুভেন্দু ! কী প্রতিক্রিয়া শাসকদলের ?

২০২৩-এর পর ২০২৫ সময় বদলেছে। কিন্তু, ভুলের ট্র্যাডিশন আজও সমানে চলেছে।২০২৩ ও ২০২৫ সালের প্রশ্নের পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ে ইতিহাসের প্রশ্নপত্রে,বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করার প্রেক্ষিতে এক্স হ্যান্ডলে ২ বছর আগের প্রশ্নপত্র পোস্ট করে এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা লিখেছেন, এটি কোনও বিচ্ছিন্ন ভুল নয় বরং আমাদের ইতিহাসের ইচ্ছাকৃত বিকৃতি। ইতিহাস বিভাগের প্রধান এবং তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন WBCUPA-র সদস্য নির্মলকুমার মাহাতোর তত্ত্বাবধানে ২০২৩ সালের পর এই লজ্জাজনক ভুলের পুনরাবৃত্তি হয়েছে ২০২৫-এ। আশ্চর্যজনকভাবে, বারবার এই ব্যর্থতা সত্ত্বেও নির্মলকুমার মাহাতোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে তাঁর মর্যাদা বেড়েছে, ২০২৩ সালের ভুলের পরে তাঁকে WBCUPA-এর যুগ্ম সম্পাদক পদে উন্নীত করা হয়!

বুধবার স্নাতক স্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি প্রশ্নে লেখা হয়, মেদিনীপুরের তিনজন জেলা মেজিস্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন।বাঙালি বিপ্লবীদের, বাংলারই সরকারি বিশ্ববিদ্য়ালয়ের প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী আখ্য়া দেওয়া নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজ্যে। বিতর্কের মুখে, ইউজি বোর্ড অফ স্টাডিসের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর বলেন, UG বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্য়ান, আরেকজন হচ্ছেন ওইদিন মডারেশনের কাজটা যিনি করেছেন। আমরা বুঝতে পেরেছি কোথাও একটা অসাবধনতার ব্য়াপার ছিল। সেই অসাবধানতার সঙ্গে যিনি যুক্ত বা যাঁরা যুক্ত তাঁদেরকে, আমরা আপাতত অব্য়াহতি দিয়ে অধিকতর সুদক্ষ অধ্য়াপককে বা অধ্য়াপিকাকে আমরা সেই দায়িত্ব দিচ্ছি।' তারপরেও বিতর্ক থামেনি।

এক্স হ্যান্ডলে একটি ছবিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।যেখানে একই ফ্রেমে দেখা যাচ্ছে উপাচার্য দীপককুমার কর, বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং বিদ্যাসাগর বিশ্বববিদ্যালয় ইউনিটের WBCUPA-র সভাপতি বিশ্বপতি জানাকে। ছবির ওপরে বিরোধী দলনেতা লিখেছেন, তৃণমূলের ষড়য়ন্ত্র!' ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও উপাচার্য দীপককুমার কর এবং WBCUPA-এর যুগ্ম সম্পাদক নির্মলকুমার মাহাতোর এবিষয়ে এদিন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্বববিদ্যালয় ইউনিটের WBCUPA-র সভাপতি এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শাখার অধ্যাপক ও ওয়েবকুপার সভাপতি বিশ্বপতি জানা বলেন, আমাদের ভিসি , উনি যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। যাযা পদক্ষেপ নেওয়ার, সেটা নেওয়া হয়েছে। এইভাবে ছবি দিয়ে আমাদেরকে Nexus বলা, এটা কিন্তু ওনার একটা হতাশার বহিঃপ্রকাশ। উনি নিজেকে হতাশাগ্রস্থ মনে করেন। ..আমরা এডুকেশনে থাকি..', এই ধরণের ছবি দিয়ে, এমনটা বলা ঠিক নয় বলেই প্রতিক্রিয়া বিশ্বপতি জানার।