সুকান্ত মজুমদার, কলকাতা : পিএসসিতেও চিরকুটে চাকরি ! অনুমোদনে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁরা রাজ্য সরকারের পক্ষে বিডিও হয়ে পঞ্চায়েত ভোটে দুর্নীতি করেছেন ! এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার পিএসসি ভবনে যান। সেখানে ঢুকতে প্রথমে বাধা পেয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাতেও জড়ান তিনি। পরে বেরিয়ে যাওয়ার পথে দুর্নীতির বিস্ফোরক তুলেছেন শুভেন্দু অধিকারী।
ফের দুর্নীতি-অস্ত্রে শান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি, পিএসসি-তেও চিরকুট আসে ! পিএসসি ভবনে ঢোকার সময় দরজা বন্ধ, পুলিশ-রক্ষীদের সঙ্গে বচসা শুভেন্দুর। তারপর বেরোনোর সময় শুভেন্দু জানান, '২০১৫-২০১৮ ডব্লুবিসিএসের পরীক্ষা দিয়েছিল কারা? সেই তথ্য চেয়েছি। পঞ্চায়েত নির্বাচনে এরা বিডিও ছিলেন, বেশ কয়েকজনের নিয়োগে গন্ডগোল'।
নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য দীর্ঘদিন ধরেই উত্তাল। একের পর এক দুর্নীতি সামনে উঠে এসেছে গত কয়েক বছরে। হকের চাকরির দাবিতে এখনও রাস্তায় চাকরিপ্রার্থীরা। এর মাঝেই নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছিল চাঞ্চল্যকর চিরকুট তত্ত্ব। বিভিন্ন বিভাগে চিরকুটের মাধ্যমে চাকরির সুপারিশ এসেছিল বলে অভিযোগ। যারপরই বর্তমান রাজ্য সরকারেরই সময়ই শুধু নয়, শাসকদলের পক্ষ থেকে অভিযোগ শানানো হয়েছিল বাম আমলেও চিরকুটে চাকরির। সব মিলিয়ে যে চিরকুটে চাকরি ইস্যুতে তোলপাড় চলেছিল রাজ্যে।
এবার রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ পিএসসিতেও চিরকুটে চাকরির সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, চিরকুটে যে রাজ্যের উচ্চপদস্থ আমলা হিসেবে চাকরি পেয়েছেন তাঁদের একাংশই পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকারের পক্ষে ভোটে দুর্নীতি করেছে বলেও অভিযোগ তাঁর।
আগে ডিএ আন্দোলন ঘিরে আক্রমণ শানাতে গিয়ে আন্দোলনকারীদের চিরকুটে চাকরি পাওয়ার অভিযোগ শানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, "এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল। সব গিয়ে বসে আছে DA আন্দোলনের ওখানে। তাদের কাছে আমাকে জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন