আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: 'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার সরকারের প্রস্তাব পেশ হল বিধানসভায়। সূত্রের খবর, সেই প্রস্তাবের কোথাও নেই 'অপারেশন সিঁদুর' শব্দ। আর এনিয়েই এদিন তপ্ত হল বিধানসভার অধিবেশন। 'সিঁদুর' নামটা কেন বাদ দেওয়া হল? এর পাশাপাশি ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। 

বিধানসভা থেকে বেরিয়ে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী, শরিফও নিজের দেশের এত প্রশংসা করেন না। শাহবাজ শরিফও পাকিস্তানের এত প্রশংসা করেন না। পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গেছেন। আপনি নরেন্দ্র মোদি, অমিত শাহকে ছোট করছেন'। 

যদিও মুখ্যমন্ত্রীর বিধানসভার বক্তব্যকে বিকৃত করার অভিযোগ উঠেছে। সেই মর্মেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমা পড়েছে স্বাধিকারভঙ্গের নোটিস। এদিন এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'পাকিস্তান নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। সম্পূর্ণ অসত্য, মুখ্যমন্ত্রী এমন কথা বলেননি। বিধানসভার মর্যাদাহানি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে।'  

অপারেশন সিঁদুর নিয়ে শাসক-বিরোধী সংঘাতে বিধানসভায় তুলকালাম হয় এদিন। পহেলগাঁওকাণ্ড নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, 'জওয়ানদের সম্মান জানাই, কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। পাক অধিকৃত কাশ্মীরে ঢোকার সুযোগ থাকলেও, কেন হাতছাড়া? কী করে বিএসএফ, কী করে জঙ্গিদের অনুপ্রবেশ দেশের নিরাপত্তার জন্য এই প্রশ্ন তুলতেই হবে। কী ধরনের অপারেশন, কেন দেশের মানুষকে জানানো হল না। বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে বলছে, আসলে কী হয়েছে। আসলে কী হয়েছে, তা তো আমরা নিজেরা দেখিনি। বালাকোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বেশ করেছি, এরকম হলে আবার তুলব। আপনারা ভারত মাতা কি জয় বলেন, কিন্তু বাংলাকে সম্মান দেন না। আপনারা দেশের লজ্জা, বাংলার লজ্জা'।                           

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'সন্ত্রাসবাদের কোনও জাত ধর্ম থাকে না। তারা সন্ত্রাসবাদী, এটাই একমাত্র পরিচয়। পহেলগাঁও হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আমরা সবাই ভারত মাতাকে প্রণাম জানাই। কিন্তু অনেকেই বাংলাকে অবমাননা করেন, এটা করবেন না। বিজেপি দেশের সর্বনাশ করছে, লজ্জা করে না, ছি! আপনারা দেশের লজ্জা, সামান্য সৌজন্য জানেন না'।