সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সন্দেশখালিতে ( Sandeshkhএবার পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগ উঠল। ভাঙচুরের ছবি ভাইরাল। অভিযোগ, গতকাল রাত ৩টে নাগাদ সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া এলাকায় হানা দেয় পুলিশ। গ্রামে পুলিশ বাহিনী তাণ্ডব চালানোর পাশাপাশি, অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে গ্রামবাসীদের অভিযোগ। 


এই পরিস্থিতিতে, বিনা দোষে গ্রামের শিশু ও মহিলাদের গ্রেফতার করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। X - হ্যান্ডেলে তিনি লেখেন, ' সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।  সন্দেশখালি এমন একটি জায়গা যেখানে 'আইনের শাসন' নেই বরং মমতা-পুলিশের সহায়তায় শেখ শাহজাহান এবং তার সহযোগী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার নামের 'শাসকদের আইন' প্রতিষ্ঠিত হয়েছিল। শাহজাহান ও তার দল বলপ্রয়োগ করে জনজাতি ও আদিবাসীদের একাংশের জমি দখল করে নেয়। তারা জোরপূর্বক খাল খনন করে মাছ চাষের জন্য স্থানীয়দের কৃষি জমি লবণাক্ত জল দিয়ে প্লাবিত করে। তাদের 'সন্ত্রাসের রাজত্ব' এমনই ছিল যে তারা এসসি ও এসটি সম্প্রদায়ের মহিলাদের বাছাই করে নিত এবং রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যেত। গ্রামবাসীদের নির্যাতন করা একেবারেই স্বাভাবিক ঘটনা ছিল এদের কাছে। সন্দেশখালির স্থানীয় মানুষরা, বিশেষ করে মহিলাদের উপর যথেষ্ট  অত্যাচার হয়েছে। ইতিমধ্যেই সন্দেশখালিতে নারীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখা গিয়েছে। ' 


তিনি আরও লেখেন, 'বিনা দোষে শিশু সহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদীদের বাড়িতে থাকার জন্য জোর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তৃণমূলের গুন্ডারা প্রতিবাদীদের বাড়ি বেছে বেছে হামলা চালাচ্ছে। বিরোধীদের সন্দেশখালিতে যাওয়া ঠেকাতেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন' সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার।   


যদিও পুলিশের দাবি, শিবু হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় এক অভিযুক্তকে ধরতে আজ ভোরে শীতলিয়া এলাকায় গেলে তারাই বাধার মুখে পড়ে। অভিযুক্তের খোঁজ মেলেনি। ভাঙচুরেরও কোনও ঘটনা ঘটেনি বলে পুলিশের দাবি। পুলিশের পক্ষ থেকে বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার বলেন, ' পুরো এলাকায় ১৪৪ করা হয়েছে। এখন যদি কোনও ঝামেলা করে তো, যত দ্রুত সম্ভব অ্যাকশন আমরা নেব। সবাই বাড়িতে থাকুন। এলাকায় ১৪৪ করা হয়েছে। আর ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। কোনও লোক গন্ডগোল যাতে না করে। ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। '  


জেলিয়াখালিতে তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার ভেড়ির অফিস, বাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ।  






আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে