কলকাতা: প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) ভার্চুয়াল বৈঠকে ছিলেন না বাংলার কোনও জেলাশাসক (District Magistrate)। আগামীকাল প্রধানমন্ত্রী (Prime Minister) ও স্বরাষ্ট্রমন্ত্রীকে (Home Minister) চিঠি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানাবেন তিনি। 


১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধিতে বদল আনতে চেয়ে মোদি সরকারের পাঠানো প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে দু-বার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই প্রেক্ষাপটেই শনিবার দেশের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। যদিও নবান্ন (Nabanna) সূত্রে খবর, এদিন বাংলার কোনও জেলাশাসক নরেন্দ্র মোদির বৈঠকে অংশ নেননি। সরাসরি জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও সেখানে বাংলার ডিএম-দের অংশ না নেওয়া, সব মিলিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। এই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কেন অনুপস্থিত ছিলেন ডিএমরা, সেই প্রশ্ন তুলেছেন তিনি। 


উল্লেখ্য, এবারই প্রথম নয়, সরাসরি জেলাশাসকদের (District Magistrate) সঙ্গে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) বৈঠক ডাকা নিয়ে আগেও সংঘাতে জড়িয়েছে দুই সরকার। ভয়াবহ করোনা পরিস্থিতি (Corona) নিয়ে গতবছর বিশে মে, জেলাশাসকদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আপত্তিতে পরে, ওই দিনের বৈঠকে কয়েকজন মুখ্যমন্ত্রীকেও অংশ নিতে বলা হয়। যার মধ্যে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। যদিও সেই বৈঠকে তাঁকে বলতেই দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন মমতা (CM Mamata Banerjee) । এই ঘটনার আট মাসের মধ্যে প্রধানমন্ত্রী-জেলাশাসকদের (PM-DM Meeting) বৈঠক নিয়ে ফের সংঘাতে জড়াল কেন্দ্র-রাজ্য।


আরও পড়ুন: World Bank Loan to WB : সামাজিক সুরক্ষা প্রকল্পে বিশ্ব ব্যাঙ্ক থেকে প্রায় হাজার কোটি টাকা ঋণ পেল রাজ্য সরকার