কলকাতা: নেতাজির জন্মদিবস পালন করল আরএসএস। নেতাজির পথেই দেশ নির্মাণের বার্তা দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। কলকাতায় আরএসএস-এর অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির সভাপতি থেকে গেরুয়া শিবিরের একাধিক নেতা। 


অন্যরূপে শুভেন্দু: 
সেখানেই একেবারে অন্যরূপে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আরএসএস-এর পোশাকে ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাকি প্যান্ট, সাদা শার্ট আর মাথায় টুপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্তু মজুমদারের পাশেই দেখা যায় তাঁকে। আরএসএস-এর মতো করে অভিবাদনও জানাতে দেখা যায় তাঁকে। সেই ছবি তাঁর ফেসবুক প্রোফাইলে শেয়ারও করা হয়েছে। সেখানে পক্ষে-বিপক্ষে নানা কমেন্ট করতে দেখা গিয়েছে অনেককে।

একসময়ের তৃণমূলের ওজনদার নেতা, শুভেন্দু অধিকারী গত বিধানসভা ভোটের বেশ কিছুটা আগে তৃণমূলের থেকে দূরত্ব বাড়ান। তারপরে যোগ দেন বিজেপিতে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র ছিল নন্দীগ্রামই। সেখানে কড়া টক্করে শেষ পর্যন্ত জয়ী ঘোষিত হন শুভেন্দু অধিকারী। তারপরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার পদে আসীন। বারবার নানা বক্তব্যের জন্য শিরোনামে এসেছেন তিনি।


এর আগে তাঁকে আরএসএস-এর ইউনিফর্মে দেখা গিয়েছে বলে মনে করা যায় না। এবারই তাঁকে দেখা গেল এমন চেহারায়। তাও আবার নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে।   



কী বললেন মোহন ভাগবত:
এদিন অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, 'দেশের কথা ভুলে ব্যক্তি উন্নতির কথা ভাবলে সর্বনাশ. নেতাজি স্বাধীনতার লড়াই লড়েছেন, কারণ দেশ পরাধীন ছিল। কিন্তু তার পাশাপাশি, তিনি মানুষ করে গিয়েছেন নিজের মতো সহযোগী গড়ে তুলেছেন।' এর পরই ভাগবতের সংযোজন, সংঘ ঠিক এভাবেই চলে। নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই সংঘ চলে। স্বামী বিবেকানন্দ যা বলে গিয়েছেন, তার প্রবাহমানতা নিয়েই আরএসএস চলছে। এদিকে RSS-এর নেতাজির জন্মদিবস পালন প্রসঙ্গে, দু-দিন আগে সংবাদ সংস্থা পিটিআইকে জার্মানি থেকে ফোনে নেতাজি-কন্যা বলেছিলেন, 'নেতাজি এবং আরএসএসের মতাদর্শের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, 'নেতাজিকে কেউ সম্মান দিলে, তা বিজেপি দিয়েছে। দিল্লিতে তাঁর মূর্তিস্থাপন কে করল, মোদিকে নিয়ে রাজনীতি করেছে, মোদি যুব সমাজের সামনে এনেছেন।'


আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা'র অংশ, বাংলায় শেষ হল কংগ্রেসের পদযাত্রা