কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: দুর্ঘটনাকে কেন্দ্র করে কুলটি থানার (kulti police station) ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন দু'নম্বর জাতীয় সড়কে (NH2 Near Duburdihi Checkpost) তীব্র উত্তেজনা ছড়াল। এলাকাটি বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া। উত্তেজনার জেরে পুলিশের গাড়ি ভাঙচুর ( Police Vehicle Vandalized) করা হয় বলে খবর। ভাঙচুর করা হয় সিভিক ভলেন্টিয়ারদের কয়েকটি বাইকও।


কী ঘটেছিল?
দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা ওই এলাকায় কর্তব্যরত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের উপর হামলা চালায়। ইট,পাথর এমনকি লাঠি দিয়েও পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় কমপক্ষে চার জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার আহত হন। ভেঙে ফেলা হয় পুলিশের একটি অস্থায়ী তাঁবুও। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। ঘটনাটি গত বছর মার্চের এক ভয়ঙ্কর ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে অনেককে। সে বারের ঘটনাস্থল ছিল মালদা। এত রাতে জমায়েত কেন, প্রশ্ন করায় সিভিক ভলান্টিয়ারের মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেখানে।


আগেও আক্রান্ত সিভিক ভলান্টিয়ার...
ঘটনার দিন ডিউটিতে ছিলেন মহঃ শহিদুর রহমান। অভিযোগ, তাঁকেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার দিয়েছিল একদল দুষ্কৃতী গভীর রাতে মালদা (Malda) জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায় ঘটনাটি ঘটে। এলাকায় শোরগোল পড়ে যায়। আহত সিভিক ভলান্টিয়ারকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালিয়াচক থানার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, ঘটনার রাতে নওদা যদুপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে ডিউটি করছিলেন শহিদুর। সেই সময় জনা সাত-আটেক দুষ্কৃতী এসে ওই এলাকায় জড়ো হয়। কী কারণে অত রাতে এত লোক জমায়েত করেছে, তা জানতে চান শহিদুর। আর তা জিজ্ঞাসা করতেই হামলা চালানো হয় ওই সিভিক ভলেন্টিয়ারের উপর। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার দিনকয়েক আগেই কোচবিহারের তুফানগঞ্জে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে তৃণমূল প্রধানকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের উদ্যোগে তুফানগঞ্জের এসএসএ ময়দানে ফুটবল ম্যাচ চলছিল। পুলিশ সূত্রে খবর, মেডিক্যাল ক্যাম্পে বসে ধূমপান করছিলেন অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন। অভিযোগ, সিভিক ভলান্টিয়ার শহিদুল সরকার বাধা দেওয়ায়, তাঁকে হুমকি দেন প্রধান। এরপর সন্ধেয় দলবল নিয়ে সিভিক ভলান্টিয়ারের বাড়ি লাগোয়া দোকানে গিয়ে ভাঙচুর চালান। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও হয় বলে অভিযোগ। তৃণমূল প্রধান-সহ ১০ জনকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ।


আরও পড়ুন:'মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,' বার্তা মমতার