অরিত্রিক ভট্টাচার্য, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri Storm) ঝড়ে আহতদের দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে ময়নাগুড়ির বার্নিশ গ্রামে যান শুভেন্দু (Suvendu Adhikari)। রবিবারের ঝড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামটি। 


এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari in Jalpaiguri) হাসপাতালে থাকায় অনেকক্ষণ ধরেই গেট বন্ধ ছিল। অভিযোগ, এই কারণে ওপিডিও বন্ধ ছিল দীর্ঘক্ষণ। তার জেরে বাইরে দীর্ঘ লাইন পড়ে যায়। বিরোধী দলনেতার হাসপাতালে আসার জেরে ওপিডি বন্ধ থাকায় ক্ষোভ ছড়ায়। হাসপাতালের গেটে উত্তেজনাও দেখা যায়। লাইনে দাঁড়ানো এক ব্যক্তিকে বলতে শোনা যায়, 'এই সময় এলেন কেন? ওঁর এটা বোঝা উচিত। গোটা জেলা থেকে এই হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য় বহু লোক আসে। উনি এই সময়টা বেছে নিলেন কেন? মুখ্যমন্ত্রী রাতে এসেছিলেন। তখন আউটডোরে অত লোক আসে না। সমস্যা হয়নি।' বিরোধী দলনেতা অন্য সময় এলে এই সমস্যা হতো না বলেও মত তাঁর। সেখান থেকে বার্নিশ গ্রামে পৌঁছন শুভেন্দু। ত্রাণ শিবিরে পৌঁছে কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। 


ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি। মৃত্যু হয়েছে ৫ জনের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আহত শতাধিক। গতকাল দুপুর সাড়ে ৩টে নাগাদ আকাশ কালো করে ঝড় ওঠে। চার মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। সবথেকে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঝড়ের তাণ্ডবের চিহ্ন সর্বত্র।কোথাও উল্টে পড়ে আছে গাড়ি। প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রবিবার গভীর রাতে মুখ্যমন্ত্রী বার্নিশ গ্রামে ত্রাণ শিবিরে পৌঁছেছিলেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। রাত ২টো নাগাদ চালসার দিকে রওনা দেন। তারপর সোমবার দুপুরে চালসার বাংলো থেকে আলিপুরদুয়ারের দিকে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টারে আলিপুরদুয়ার (Mamata Banerjee at Alipurduar) পুলিশ লাইনে পৌঁছবেন, সেখান থেকে ১২ কিমি দূরে একটি গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। ওই গ্রামে রবিবারের ঝড়ে- ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজেই পৌঁছচ্ছেন ওই গ্রামে। সূত্রের খবর, এটি মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে নতুন করে যুক্ত হয়েছে।  


আরও পড়ুন: 'আদর্শ আচরণবিধি ভেঙেছেন দিলীপ ঘোষ', জানাল কমিশন, সতর্ক হওয়ার নির্দেশ