কলকাতা: 'বিতর্কিত মন্তব্যের জের, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ', জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিসের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষপ্রকাশ  কমিশনের। ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ কমিশনের। দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে, জানাল কমিশন়। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনতের বিরুদ্ধেও ওঠা বিতর্কিত মন্তব্যের অভিযোগ নিয়েও একই বক্তব্য নির্বাচন কমিশনের।


তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'দিলীপ ঘোষ আগেও এরকম করেছেন। তিনি বারবার পার পেয়ে যান। আমি একটাই দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ মানুষের হয়ে, নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা নির্বাচন নিয়ে। তারা দিলীপ ঘোষকে শাস্তি দিয়ে দৃষ্টান্ত রাখুন। যাতে একটা প্রথা তৈরি হয়।'


বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। দল দিলীপ ঘোষকে সতর্ক করেছে। দল তার অবস্থান জানিয়েছে। মুখ্য়মন্ত্রীর পরিবার, মুখ্যমন্ত্রীর সম্মান, মুখ্য়মন্ত্রীর মর্যাদা, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতাকে আক্রমণ করার কোনও ইচ্ছে দিলীপ ঘোষের ছিল না। তিনি যে আক্রমণ করেছেন সেটা রাজনৈতিক আক্রমণ, শব্দচয়নের ভুলের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যাঁরা এটাকে নির্বাচনী ইস্যু করছেন তাঁরা কী চাইছেন? দিলীপ ঘোষের শাস্তি দেবেন? প্রার্থীপদ বাতিল করবেন? এমনটা হয় নাকি?' শমীক ভট্টাচার্য তুলে এনেছেন খোদ মুখ্যমন্ত্রীর বক্তৃতার উদাহরণ। প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ভাবে সম্বোধন করার কথা মনে করিয়ে দিয়ে পাল্টা আক্রমণ করেছেন তিনি।    


কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বিশেষ বিশেষ বক্তব্যের প্রসঙ্গ তুলে পাল্টা তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। সেই বক্তব্য নিয়েই পাল্টা আক্রমণ করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। তারপরেই দিলীপ ঘোষকে এমন বক্তব্য রাখার জন্য শোকজ করেছিল বিজেপি। তারপরেই দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশনও। তারই উত্তর দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই উত্তরেই কমিশন সন্তুষ্ট নয় বলে জানিয়েছে। ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে গিয়ে দিলীপ টেনে এনেছিলেন মেদিনীপুরে সভা থেকে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীকে তৃণমূলের আক্রমণের বিষয়টিও। তাঁর দাবি ছিল, যা বলা হয়েছে সেই সূত্রে ধরেই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। কাউকে ব্য়ক্তিগত অসম্মান করার ইচ্ছে তাঁর ছিল না। 


আরও পড়ুন: ১ এপ্রিল থেকে সত্যিই বদল আয়কর নিয়ে? কী জানাল অর্থমন্ত্রক?