আবির ইসলাম, সিউড়ি: রাজ্যজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সিউড়িতে (Suri Rally) বিজেপি-র (BJP Rally) আইন অমান্য মিছিল। মিছিল চলাকালীন আঘাত পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের ব্যারিকেড পায়ে পড়ে আঘাত পান শুভেন্দু (Suvendu Adhikari Injured)। নিয়ে যাওয়া হল নার্সিংহোমে। তাঁর পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। 


একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বুধবার বীরভূমের সিউড়িতে 'আইন আন্দোলন কর্মসূচি' ছিল বিজেপি-র। দুপুরে অগ্রভাগে নেতৃত্ব দিতে দিতে সেই মিছিল নিয়ে এগোতে থাকেন শুভেন্দু। পরিস্থিতি তেতে উঠতে পারে আঁচ করে মিছিল অভিমুখে থাকা জেলাশাসকের দফতরের সামনে বসানো হয় ব্যারিকেড। মিছিল সেখানে পৌঁছলে পরিস্থিতি চরমে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মী-সমর্থকদের। 


শুভেন্দু গুরুতর আহত হয়েছেন বলে খবর


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যারিকেড ভেঙে বিজেপি-র নেতা-কর্মীরা মিছিল এগিয়ে নিয়ে যেতে উদ্যত হন। সেই সময়ই পুলিশের বসানো ব্যারিকেড শুভেন্দুর পায়ের উপর পড়ে যায়। তাতে রাজ্যের বিরোধী দলনেনা মারাত্মক আহত হন বলে দাবি বিজেপি-র কর্মী-সমর্থকদের। তড়িঘড়ি সিউড়ির বেসরকারি আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। বিজেপি-র এই মিছিল ঘিরে সিউড়ির পরিস্থিতি উত্তপ্ত।


আরও পড়ুন: Nadia Rape: হাঁসখালিতে গণধর্ষণ, খুনের অভিযোগে এফআইআর সিবিআই-এর । Bangla News


নদিয়ার হাঁসখালি-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিগত ক.য়েক দিনে একের পর এক মেয়েদের উপর নির্যাতনের খবর সামনে এসেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে শাসকদলের সঙ্গে সংযোগ ধরা পড়েছে অভিযুক্তদের। তা নিয়েই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছে গেরুয়া শিবির।  রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে বিরোধী শিবির থেকে। 


হাঁসখালি নিয়েও বিজেপি-র অনুসন্ধান কমিটি


হাঁসখালির ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে মৃত মেয়েটির পরিবার যে ভাবে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন, তাতে অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূলের। তাদের উপর চাপ বাড়াতে এ বার বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব হাঁসখালিতেও 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি' পাঠাতে উদ্যোগী হয়েছেন। বুধবারই কমিটি গড়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই অনুসন্ধান কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা বর্মা। যোগী মন্ত্রিসভার সদস্য, শিশুকল্যাণমন্ত্রী বেবিরানি মৌর্য। তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন। বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।