বীরভূম: রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Case) নয়া মোড়। বগটুইয়ের ঘটনায় ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে (Anarul Hossain) জানাতে হবে পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) পদ্ধতি। সিবিআইকে (CBI) বুধবার এমনটাই নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত।


আনারুল হোসেনকে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি জানানোর নির্দেশ


বুধবার শুনানিতে আনারুলের আইনজীবী জানান, তাঁর মক্কেল টম, ডিক, হ্যারির মতোই সাধারণ মানুষ। বাকি আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই পলিগ্রাফ পদ্ধতি কী তা তিনি জানেন না। এছাড়া তাঁর আরও দাবি, আনারুলের ডায়াবেটিসের সমস্যা রয়েছে। তাই কীভাবে পলিগ্রাফ টেস্ট হয়, তা তাঁকে জানাতে হবে। যদিও সিবিআইয়ের আইনজীবী জানান, আনারুল পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলে চিকিৎসক প্রথমে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। তারপরই হবে পলিগ্রাফ টেস্ট।


পলিগ্রাফ টেস্টের আবেদন


গত ৮ এপ্রিল সিবিআই-এর তরফ থেকে আবেদন জানানো হয় যে তাঁরা আনারুল হোসেন সহ ধৃত সাত জনের পলিগ্রাফ টেস্ট করাতে চায়। কারণ হিসেবে সিবিআই-এর পিটিশনে লেখা হয় যে এই সাত জন সত্যি কথা বলছে না অর্থাৎ সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।


আরও পড়ুন: Tapan Kandu Murder Case: তপন কান্দু খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার নরেন কান্দু ঘনিষ্ঠ


অন্যদিকে সিবিআই-এর আবেদনে ত্রুটি রয়েছে বলে দাবি করেন আনারুল হোসেনের আইনজীবী। যার পলিগ্রাফ টেস্ট হবে তার অনুমতি নিতে হয়, কোথায় টেস্ট হবে তাও জানাতে হয় বললেন আইনজীবী। অভিযুক্তদের অনুমতি নেওয়া হয়নি বলে আদালতে জানান আইনজীবী। তারপরই অভিযুক্তরা পলিগ্রাফ টেস্টে রাজি কি না জানাতে বলে আদালত। 


কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু-খুনের তদন্তে সিবিআই


ভাদু শেখ খুনের তদন্তে নেমে এখন CBI-এর নজরে ভাদু খুনের ঘটনাস্থল বগটুই মোড় (Bogtui News) এবং তাঁর স্কুটার। গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যদের নিয়ে বগটুই মোড়ে যান CBI-এর তদন্তকারী অফিসাররা। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়।