কলকাতা : এবার খুনের চেষ্টার অভিযোগে যাদবপুর থানায় অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । বৃহস্পতিবার যাদবপুরকাণ্ডে বিজেপি ( BJP ) যুব মোর্চার প্রতিবাদ সভায় যোগ দেন বিরেধী দলনেতা। সেখানেই ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পর বেঁধে যায় অশান্তি। এবার সেই ঘটনাতেই এফআইআর করেছেন তিনি। (JU Student Death)                               


যাদবপুরকাণ্ডে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে এইট বি বাসস্ট্যান্ডের দিকে এগনোর সময় রক্তারক্তি কাণ্ড বাঁধে। ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বাধে! বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে যান ওই যুবক! তাঁর নাক-মুখ ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করে। এই ঘটনার পরই, যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন শুভেন্দু অধিকারী।

সেই ঘটনায় এফআইআর (FIR) দায়ের করলেন শুভেন্দু অধিকারী। এফআইআরে তাঁর উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এই ঘটনায় অতি-বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। যাদবপুর থানায় দায়ের করা এফআইআরে নাম RSF-এর (Revolutionary Students Federation)। 


যাদবপুরের ঘটনায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় কার্যত হুঙ্কার শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি বলেছিলেন, ' আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্জেন তাদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের।' 

সোশাল মিডিয়াতেও কড়া আক্রমণও শানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, 'গতকাল যাদবপুরে বিজেপি যুব মোর্চার একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলাম। সেখান থেকে বেরনোর সময়, ৫.৪০ নাগাদ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী নিরাপত্তাবলয় ভেঙে আমাকে কালো পতাকা দেখায়, স্লোগান দেয় ও আমার ওপর হামলা করে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা 'রেভলিউশনারি সটুডেন্টস ফেডারেশন' নামে একটি অতি-বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সদস্য। আমার ভাষণে তাদের ভন্ডামি তুলে ধরেছি বলে তাদের বিষয়টা পছন্দ হয়নি।'  


আরও পড়ুন :


কোথায় লেখা হয়েছিল চিঠি? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে? ধৃতদের কথা অনুযায়ী এবার রিকনস্ট্রাকশন