ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : যাদবপুরে ( Jadavpur University Hostel ) ছাত্র মৃত্যুর ঘটনার রাতে কী ঘটেছিল ? কীভাবে মৃত্যু ঘটে পড়ুয়ার ? তা জানতে এই ঘটনার পুননির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তিনতলায় হস্টেলের ঘরে সেদিন কী ঘটেছিল? তা জানতে এবার ধৃত ৯ জনকে আলাদা আলাদা করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ ( Reconstruction ) করবে পুলিশ।
সেদিন রাতে ছাত্র মৃত্যুর আগে কী কী ঘটেছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় একটা বিষয় পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। পুলিশের ধারণা ভয়াবহ সেই রাতেই বারবার জিবি মিটিং করে ঠিক করা হয়েছিল, পুলিশের কোন প্রশ্নের উত্তরে ছেলেরা কী উত্তর দেবে। তাই ধৃতদের উত্তর ছিল গতে বাঁধা। তাই পুলিশ এবার আলাদা আলাদা করে ৯ জনকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ।
এই রিকনস্ট্রাকশনের মাধ্যমে পুলিশ জানার চেষ্টা করবে, কোথায় লেখা হয়েছিল চিঠি? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে? কোথা থেকে পড়ে যান ছাত্র? ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত।
শুধু এই ৯ জনই নয়, পুলিশের স্ক্যানারে এসে পড়েছে আরও বেশ কিছু নাম, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এই ঘটনার সঙ্গে। তাঁদের নাম এখনও প্রকাশ করা হচ্ছে না তদন্তের স্বার্থে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে আরও কয়েকজন পড়ুয়া ও প্রাক্তনীর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা নাকি ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত । পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত সেই সব ছেলেরা।
আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের
অন্যদিকে, যাদবপুরে পড়ুয়া মৃত্যুর তদন্তে আজ পঞ্চমবারের জন্য বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে হস্টেল সুপার ও কয়েকজন আবাসিকের কাছে। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যান্টি র্যাগিং কমিটিকে রিপোর্ট দেবে। তার ভিত্তিতেই চলতি সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে ইউজিসিকে।
এর আগে ইউজিসিকে রিপোর্ট দিলেও তাতে সন্তুষ্ট হয়নি তারা। ফের ১২ দফা প্রশ্ন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া ইমেল করেছে ইউজিসি। অন্যদিকে পড়ুয়ামৃ্ত্যুর তদন্তে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তনী ও পড়ুয়াকে তলব করেছে পুলিশ।