ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : বিদ্বেষমূলক মন্তব্যের (Hate Speech) প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে জারি করা নোটিস ফেরাল নন্দকুমার থানার পুলিশ (Nandakumar Police Station)। ২৯ অক্টোবর শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করেন আবু সোহেল নামে এক আইনজীবী। সেই মর্মে ৩০ অক্টোবর বিরোধী দলনেতাকে নোটিস পাঠায় নন্দকুমার থানার পুলিশ।


শুভেন্দু অধিকারীর আইনজীবী নন্দকুমার থানাকে জানান, তাঁর মক্কেলের হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। এরপর গতকাল ফের নোটিস পাঠিয়ে আগের নোটিস প্রত্যাহার করে নেয় নন্দকুমার থানার পুলিশ। নোটিস প্রত্যাহার মমতার পুলিশের অযোগ্যতা বলে ট্যুইটারে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। নোটিস প্রত্যাহার মানে মামলা প্রত্যাহার নয়, মন্তব্য তৃণমূলের (TMC)।


তীব্র আক্রমণ শুভেন্দুর


গোটা বিষয়টিকে নিয়ে তীব্র কটাক্ষ করে বিরোধী দলনেতার আক্রমণ, 'অযোগ্যতা। সফলভাবে কোন কাজ করতে না পারায় আদর্শ নিদর্শন মমতার পুলিশ। নন্দকুমার থানা থেকে আইনি নোটিস পাঠানোর পর পিছুপা হয়ে সেই নোটিসই আবার প্রত্যাহার করে নেওয়া হল। আর এমনটা যে এই প্রথম হয়েছে তা নয়, গত এপ্রিল মাসেও ঘটেছিল একই রকম ঘটনা।'


 






কী অভিযোগ উঠেছিল ? 


নন্দকুমার ও আসানসোলে কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিরোধী দলনেতা বিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়েরের নেপথ্যে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর।    


উল্লেখ্য, এর আগে পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায়, শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠিয়েছিল তমলুক থানা। কবে, কোথায়, কখন, জিজ্ঞাসাবাদ করা হবে, তা জানতে চাওয়া হল বিরোধী দলনেতার কাছে। এই মামলাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ছিলেন শুভেন্দু। 


আরও পড়ুন- ভাল নয় আর্থিক অবস্থা, বেশি ডিএ দিতে গেলে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত মেনে নিল রাজ্য সরকার