দক্ষিণ ২৪ পরগনা: দোরগড়ায় পঞ্চায়তে ভোট (Panchayat Vote) । তার আগেই রাজ্যের জেলায় বেআইনি অস্ত্র উদ্ধার জারি (Fire Arms)।দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। আর তার কয়েক মাস আগে রাজ্যের জেলায় জেলায় অস্ত্র উদ্ধার জারি। ডানকুনি, শাসন, কলকাতার পর, এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বকুলতলা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ (Police)।এই ঘটনায় এবার বিস্ফোরক  শমীক ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী (Samik Bhattachjarya and Sujan Chakraborty) । 



যো জিতা, ওহি সিকন্দরের রাজনীতি : শমীক ভট্টাচার্য


এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'গোটা পশ্চিমবঙ্গ এখন একটা, বারুদের স্তূপের উপর বসে আছি। যেদিকে যাবেন, সেদিকেই অস্ত্রের ভাণ্ডার। ' এরপরেই বলিউডি ছবির উদাহরণ টেনে তিনি বলেন,' কারণ তৃণমূল যে, রাজনীতিটা পশ্চিমবঙ্গে আমদানি করেছে, সে রাজনীতিটা কার্যত কোনও রাজনীতি নয়, সম্পূর্ণটা দখলদারি, যো জিতা, ওহি সিকন্দরের রাজনীতি।' এবং সেক্ষেত্রে দখলদারি কায়েম রাখতেই, অস্ত্র আনা হচ্ছে। অস্ত্র ব্যবহার হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বগটুইকাণ্ডের পরে বলেছিলেন, সব বেআইনি অস্ত্র উদ্ধার করবেন।  পুলিশ অফিসারের ছুটি বাতিল করে দিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা দেখলাম, খুব একটা পরিবর্তন এই সরকার করে দিতে পারবে না।'  পাশাপাশি সুজন চক্রবর্তী বলেন,  শালন, ডানকুনি, মুর্শিদাবাদ, বীরভূম, এখন আবার দক্ষিণ ২৪ পরগনা, অস্ত্রের ভান্ডারে পশ্চিমবঙ্গ পরিণত হয়ে আছে।  পঞ্চায়েত যতো আসছে, তত কি অস্ত্রের দাপট বাড়ছে ? প্রশ্ন তোলেন বর্ষীয়ান বামনেতা। 


আরও পড়ুন, হালকা হিমেল পরশ নিয়ে সোনা রোদ আজও, কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?


পঞ্চায়তে ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার


প্রসঙ্গত, গতকাল খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগ্নেয়াস্ত্র-সহ নিউ আলিপুরের বাসিন্দা অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ। উদ্ধার হয়েছে ১৬ হাজার টাকার জাল নোট। তার আগে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর, মুর্শিদাবাদের ডোমকল, উত্তর ২৪ পরগনার শাসন থেকেও অস্ত্র উদ্ধার হয়েছিল। উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মেলে। অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে,রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দেয় পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ বিজেপির। এর আগে মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে পর্দাফাঁস হয় অস্ত্র কারবারের। এবার উত্তর ২৪ পরগনার শাসনে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে শাসকদলের নেতা। সব ঠিক থাকলে সামনের বছরেই পঞ্চায়েত ভোট হবে। এদিকে যত ভোট এগিয়ে আসছে, তত জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ছবি ধরা পড়ছে।