কলকাতা : নবান্ন অভিযানে ধুন্ধুমার, পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের বিজেপির। পার্ক স্ট্রিট থানায় সিপি-সহ একাধিক পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ। নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ দায়ের।বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগের উল্লেখ করে পোস্ট শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন, চিকিৎসক পুণ্যব্রত ও তমোনাশকে পুলিশের নোটিস, থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি
শুভেন্দু পোস্ট করে জানিয়েছেন, 'গতকাল আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচার মমতার পুলিশের। জাতীয় পতাকার অবমাননা করতেও ছাড়েনি পুলিশ। শঙ্কর ঘোষ সিপি-সহ পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা এর শেষ দেখে ছাড়ব', পোস্ট বিরোধী দলনেতার। গতকাল আরজি কর কাণ্ডের ১ বছর পূর্ণ হয়। তরুণী চিকিৎসকের মা-বাবার আহ্বানে, অভিযানে যোগ দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। কিন্তু মিছিল পার্কস্ট্রিটে পৌঁছতেই ধুন্ধুমার বাঁধে। ব্য়ারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা, পাল্টা পুলিশের লাঠিচার্জ। অভিযোগ, লাঠিচার্জে আহত হন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। পাল্টা তৃণমূলের বক্তব্য় অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে বিজেপিই।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, লাঠি দিয়ে পিটিয়েছে, প্রত্যেকে লাঠির ঘা খেয়েছে, প্রত্যেকে লাঠির ঘা খেয়েছে। তৃণমূল বিধায়ক ও শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, আজ কলকাতার বুকে অরাজকতা কে তৈরি করল? ভারতীয় জনতা পার্টি। কোথাও ব্য়ারিকেড ভাঙার চেষ্টা। কোথাও পুলিশের ব্য়াপক লাঠিচার্জ। পুলিশের ব্য়াপক লাঠিচার্জ। কোথাও ধস্তাধস্তি! কোথাও ঠেলাঠেলি! আর জি কর মেডিক্য়ালে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বর্ষপূর্তির দিনে, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁর মা-বাবা। সেই কর্মসূচি ঘিরে, উত্তপ্ত হয়ে উঠল নবান্ন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের পার্কস্ট্রিট! শনিবার বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানে অংশ নেন শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা নেই। জাতীয় পতাকা সঙ্গে নিয়ে নবান্ন অভিযান। পার্কস্ট্রিট যাওয়ার রাস্তায় বাধা দেয়। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা ডোরিনা ক্রসিং হয়ে জওহরলাল নেহরু রোডের দিকে যাওয়ার চেষ্টা করলে, তাঁদের আটকায় পুলিশ। এরপর জিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে আরেক প্রস্থ ধুনধুমার বাধে। ব্য়ারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা।বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের।ব্য়াপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। পার্কস্ট্রিট রণক্ষেত্র। গার্ডরেল ভেঙে দিচ্ছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ ব্য়াপক লাঠিচার্জ করেজাতীয় পতকা পড়ে রয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'মমতা ভয় পেয়েছে। এই যে পুলিশদের দেখছেন, এরা DA পায় না, কিন্তু এরা চাটুকারিতা করে। অভয়ার ১ বছর হয়ে গেল। বিচার মেলেনি। আমরা ওঁর ইস্তফা দাবি করছি। 'পাল্টা বিজেপির বিরুদ্ধে অরাজকতা তৈরির অভিযোগ তুলে, ফের তাদের গায়ে বাংলা-বিরোধী তকমা লাগানোর কৌশল নিয়েছে তৃণমূল।