কলকাতা: ফের রাজ্যের বিরোধী দলনেতার মুখে 'মহাজোটের' ডাক। প্রবীণ বাম নেতা বিমান বসুর প্রশংসা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। বিমান বসুর সততা, তাঁর জীবনচর্চা নিয়ে ঢালাও প্রশংসা শুভেন্দু অধিকারীর। ওঁর মতো লোক এখন রাজনীতিতে নেই, বললেন শুভেন্দু।
পাশাপাশি, তৃণমূলকে হঠাতে মানুষের মহাজোটের ডাক শুভেন্দু অধিকারীর। 'কোন দল কী করবে জানি না, মানুষ এই সরকারকে বিসর্জনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে', দাবি শুভেন্দুর।
কী বলেছেন শুভেন্দু:
'আমার সঙ্গে তো পলিটিক্যাল ডিফারেন্স রয়েছে... বিমানবাবু এখনও নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন...এসব পলিটিক্স হারিয়ে গিয়েছে।' এদিন স্বচ্ছ রাজনীতির কথা বলতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, তপন শিকদারের প্রসঙ্গও তুলে আনেন শুভেন্দু অধিকারী।
বিমান বসুর প্রতিক্রিয়া:
শুভেন্দুর 'মহাজোট' বার্তা সরাসরি খারিজ করলেন বিমান বসু। 'শুভেন্দুর কথা হতে পারে, বামেদের কথা নয়।'এখনও হয়তো আরএসএসের ধারা বুঝতে পারেনি শুভেন্দু। আমরা কোনও অন্যায় করিনি, অন্যায়ের কাজে থাকিও না। আরএসএস পরিচালিত বিজেপির কোনও কর্মসূচিতে নেই বামেরা। তৃণমূলকে হঠানোর জন্য তৃণমূল-বিজেপি বিরোধী শক্তিকে এক করতে চাই', বললেন বিমান বসু।
এর আগেও শুভেন্দুর মুখে বামেদের প্রশংসা শোনা গিয়েছিল। নন্দীগ্রামে বামেদের ভোটে জিতেছেন বলে জানিয়েছিলেন তিনি। বামেদের সবাই খারাপ নন বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বলেন, 'এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদেরকে সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ সেনরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।'
তখন শুভেন্দুর এই প্রশংসা নিয়ে প্রতিক্রিয়া চাইলে বিরোধী দলনেতাকেই কটাক্ষ করেছিলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এবিপি আনন্দে তিনি বলেন, "শুভেন্দুকে কে সার্টিফিকেট দিতে বলেছে? সার্টিফিকেট দেওয়া তাঁর সাজে, যাঁর সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রয়েছে। তৃণমূলের বড় নেতা দলবদল করে বিজেপি হয়েছেন। তাঁর সার্টিফিকেটের মূল্য তৃণমূলের কাছে থাকলেও, বামপন্থীদের কাছে নেই।"
আরও পড়ুন: 'পার্থ চট্টোপাধ্য়ায় ও কুণাল ঘোষের চিত্রনাট্য দুর্বল', পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর