বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজ্যে ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি (Dengue)। চলছে মৃত্যু মিছিল। ডেঙ্গির মাঝেই ভয়াবহ চেহারা নিয়ে হাজির ম্যালেরিয়াও (Malaria)। সরকারি হিসাব অনুযায়ী ম্যালেরিয়ার আক্রান্ত সংখ্যা বাড়ল তিন গুণেরও বেশি। এই প্রেক্ষাপটেই রাজ্য সরকারকে দুষলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা বলেন, "ভয়ঙ্কর অবস্থা, সরকার নেই, সরকার ছুটি কাটাচ্ছে। দুর্গাপুজোয় ১১দিন, কালীপুজোয় ৮দিন, ছুটি আর ছুটি।"   



এদিকে,  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে পাঠানো রিপোর্ট অনুযায়ী, দু'মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত বেড়ে হয়েছে ৯৭৪৪ জন। প্রসঙ্গত, প্রতি দু'মাস অন্তর অন্তর পতঙ্গ বাহিত রোগে আক্রান্ত এবং মৃতের পরিসংখ্যান কেন্দ্রকে পাঠাতে হয়, প্রত্যেকটি রাজ্য সরকারকে। সব রাজ্য থেকে ডেটা আসার পর সেগুলি বিশ্লেষণ করে তারপর সেগুলি প্রকাশ করে কেন্দ্র। ৩১ অগাস্ট পর্যন্ত সারা দেশের ম্যালেরিয়া রিপোর্ট চলতি মাসে সর্বসমক্ষে এনেছে কেন্দ্র সরকার।    


সেই রিপোর্টে দেখা যাচ্ছে , ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ১৩৮১২ জন। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১৯০২। মৃত্যু হয়েছে একজনের। এর আগের ম্যালেরিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছিল হয়েছিল ৩০ জুন। সে সময় রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ৪০৬৮। জুলাই এবং অগাস্ট, এই দুই মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ৯৭৪৪ জন। একজনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন, জগদ্ধাত্রী পুজোয় বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, সারা রাত পরিষেবা পাবেন যাত্রীরা


ম্যালেরিয়ার পরিসংখ্যান পাঠানো হলেও, রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে ডেঙ্গি রিপোর্ট না পাঠানো-এ দেখা দিয়েছে বিতর্ক। চলতি বছরের এপ্রিল মাসের পর ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের কোন তথ্য কেন্দ্র সরকারকে পাঠায়নি রাজ্য। স্বাস্থ্য মন্ত্রককে রাজ্যের তরফে শেষ ডেঙ্গি তথ্য দেওয়া হয়েছিল এপ্রিলে। তখন রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯। বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজারে। অন্তত ৬২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।


এ প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বাড়ছে ঠিক কথা। কারণ, আরব সাগরের নিচের দেশগুলোয় ডেঙ্গির প্রবণতা বেশি। দক্ষিণ ভারতেও। মানুষকে সচেতন হতে হবে।" তৃণমূল নেতা ও সাংসদ শান্তনু সেন বলেন, "সময়ে সব তথ্য দেওয়া হবে। আমাদের সরকার তথ্য গোপন করে না।"