Covid Booster Dose : 'ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরই বুস্টার ডোজে অনীহা' ! সামনে এল কারণ

Covid Pre-caution in India : কোভিড-মোকাবিলায় তৎপরতা শুরু হয়েছে ভারতে

Continues below advertisement

নয়া দিল্লি : চিনে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন করে কোভিড-মোকাবিলায় তৎপরতা শুরু হয়েছে ভারতে। এই পরিস্থিতিতে এমন একটি তথ্য সামনে এল, যা সত্যিই চিন্তা বাড়িয়ে দিতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া একটি সার্ভেতে দেখা গেছে, ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের বেশি মানুষ কোভিড বুস্টার ডোজ নিতে অনীহা প্রকাশ করেছেন। এই দ্বিধার অন্যতম কারণ, অল্পবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে। 

Continues below advertisement

যাঁদের নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল, তাঁদের মধ্যে ৫৩ শতাংশই বুস্টার শট নেননি। ৯ শতাংশ এখনও পর্যন্ত কোনও কোভিড ভ্যাকসিন নেননি। এমনকী নেওয়ার পরিকল্পনাও করেননি। প্রায় ২ শতাংশ এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে বুস্টার শট নেওয়া হবে কি না। LocalCircles সূত্রে খবর।

এদিকে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 নিয়ে নতুন করে নড়েচড়ে বসছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫.৩৭ লক্ষ মানুষ। চিন্তা বাড়াচ্ছে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ব্রাজিলের মতো জায়গার করোনা পরিস্থিতি। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে চার জন নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। 

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। ২১ জানুয়ারি থেকে চিনে লুনার নিউইয়ারের সেলিব্রেশন শুরু হবে। এই সময় বহু মানুষ পরিবারের সঙ্গে বাইরে বের হন। মনে করা হচ্ছে, সেই সময় সংক্রমণের আরও একটি ঢেউ আসবে।

কিন্তু ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক ?

একজন আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। করোনার এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক অর্থাৎ অত্য়ন্ত দ্রুত গতিতে ছড়াতে পারে। ভাইরাস বিশেষজ্ঞরা এও বলছেন, ইনকিউবিশন পিরিয়ডও কম বলে, এই সাব ভ্য়ারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭।

আরও পড়ুন ; নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে এখন থেকেই পদক্ষেপ, গাইডলাইন প্রকাশ IMA-র

Continues below advertisement
Sponsored Links by Taboola