কলকাতা: ২৬/১১ মুম্বই হামলার পর আজমল কসাবের বিচার হয় (Ajmal Kasab)। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় সেও। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে তদন্তের গতিপ্রকৃতি যা, তাতে আদালতে তীব্র অসন্তোষ জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের (TMC) প্রাক্তন মহাসচিবের আইনজীবী (SSC Recruitment Scam)।
বৃহস্পতিবার ফের আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে পার্থর
বৃহস্পতিবার ফের আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে পার্থর।আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। অর্থাৎ বড়দিন এবং নববর্ষ, জেলেই কাটবে তাঁর। তার আগে আদালতে সওয়াল-জবাব চলাকালীনই পরিস্থিতি তেতে ওঠে। আর সেখানেই সিবিআই-এর সমালোচনা করতে গিয়ে আজমল কসাবের প্রসঙ্গ টানেন পার্থর আইনজীবী।
এ দিন আদালতে আইনজীবী বলেন, "বার বার ষড়ষন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। কিন্তু তা নিয়ে কোনও বিশদ তথ্য দেওয়া হচ্ছে না। বিশদ তথ্য দিলে তবে তো বলতে পারব, আমি (পার্থ চট্টোপাধ্যায়) এটা করিনি! আজমল কসাবেরও বিচার হয়, তার পর ফাঁসি দেওয়া হয়। কিন্তু আমাকে রিমান্ড কপি ছাড়া কিছুই দিচ্ছে না!"
আরও পড়ুন: Mamata Banerjee: ধনকড়-অধ্যায় অতীত, নয়া রাজ্যপাল 'নিপাট ভদ্রলোক', বললেন মমতা
পার্থর জামিনের বিরোধিতা করে এর পাল্টা যুক্তি দেন সিবিআই-এর আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, "মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে, সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না, এটাই স্বাভাবিক।"
পার্থর হয়ে সওয়াল করতে গিয়ে কসাবের উল্লেখ আইনজীবীর
সিবিআই-এর সমালোচনা করতে গিয়ে এর পর বগটুইকাণ্ডের প্রসঙ্গ তুলে আনেন পার্থর আইনজীবী। তিনি বলেন, "বৃহত্তর ষড়যন্ত্রের মানে কী, আমরা জানি না। তদন্ত এবং বৃহত্তর ষড়যন্ত্রের ত্বত্ত্বে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে।" তাতে বিচারক বলেন, "একটি ঘটনার জন্য গোটা প্রতিষ্ঠানকে দোষারোপ করা ঠিক নয়।" সওয়াল জবাব শেষে, ধৃতদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
তদন্তের নামে মাসল পাওয়ার দেখাচ্ছে CBI, আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এ দিন এমন অভিযোগ তোলেন পার্থর আইনজীবী। এর পাল্টা, 'আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি,' পাল্টা সওয়াল করেন CBI-এর আইনজীবী।