কলকাতা: ফলতায় অনুষ্ঠানে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্য সাড়ে চার হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। আর এরপরেই নাম না করেই নিরাপত্তার খরচ তুলে জোর কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্স হ্যান্ডেলে  উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 'কিং লিয়র' বলে কাকে সম্বোধন করলেন শুভেন্দু ? পাল্টা আসানসোলের কম্বলকাণ্ডের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।


'কিং লিয়র' বলে কাকে নিশানা শুভেন্দুর ?


আলোর উৎসবেও তৃণমূল-বিজেপি বাগ্‍যুদ্ধে বিরাম নেই।এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে নারদ নারদ! শুক্রবার, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একটি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুভেন্দু অধিকারীর দাবি, উর্দিধারী পুলিশ, সাধারণ পোশাকে পুলিশ, পদস্থ আধিকারিক এবং ট্রাফিক পুলিশ মিলিয়ে সেদিন কালীঘাট থেকে ফলতা যেতে মোতায়েন করা হয়েছিল ৪ হাজার ৭০০ নিরাপত্তারক্ষী।


'ডায়মন্ড হারবারের শেষ রাজা..'
 
কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, 'কিং লিয়র', ডায়মন্ড হারবারের শেষ রাজার নিরাপত্তার বহর একবার দেখুন।  না! জাঁহাপনা কোনও যুদ্ধে যাননি বা বিদেশের হাতে থাকা কোনও এলাকা দখলে আনতে যাননি। গিয়েছিলেন কিছু বস্ত্র বিতরণ করতে। যার খরচ মোট নিরাপত্তার খরচের তুলনায় খুবই সামান্য। আমি ভাবছি, দেশের রাষ্ট্রপতিকেও কি এমন দুর্ভেদ্য নিরাপত্তা দেওয়া হয়? আর এরপরেই পাল্টা জবাব দিতে গিয়ে আসানসোলের কম্বলকাণ্ডের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 


'শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে..'


পাল্টা তোপ দেগেছেন কুণাল ঘোষও। গতবছর ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আহত হন অনেকে। ঘটনার প্রসঙ্গ টেনে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, 'অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য কী হয়েছিল, তা হয়তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুলে গিয়েছেন।


আরও পড়ুন, জয়নগরে তৃণমূল নেতাকে গুলি করে 'খুন'


''ফকির আদমি'প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল প্রোটেকশন গ্রুপে..'


কুণালের সংযোজন,' তিনি এটাও ভুলে গেছেন, ২০২০ সালে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের 'ফকির আদমি'প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল প্রোটেকশন গ্রুপের জন্য বরাদ্দ ৫৪০ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ৬০০ কোটি টাকা করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় একদিনে খরচ এক কোটি ৬৪ লক্ষ টাকা। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী।