কলকাতা: দোরগোড়ায় লোকসভা ভোট। তার আগে বড়সড় দুর্ঘটনা কলকাতার বুকে। মধ্যরাতে গার্ডেনরিচে (Kolkata Building Collapsed) ভেঙে পড়েছিল নির্মীয়মাণ একটি বহুতল। নীচের একাধিক ঝুপড়ি চাপা পড়েছে এই কংক্রিটের তলায়। ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবার সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে মারা গিয়েছেন ৮ জন। বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় কাউন্সিলরকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। গভীর রাতে এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের একটি অংশ এমন দুর্ঘটনার জন্য দায়ী করেছিল বেআইনি নির্মাণকে। ওই এলাকায় লাগাতার এমন বেআইনি নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সেই প্রসঙ্গ তুলেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।     


কী বলেছেন বিরোধী দলনেতা?
এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 'গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে বৃহত্তর তদন্ত হওয়া উচিত। গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের জন্য দায়ী মুখ্যমন্ত্রী, মেয়র ও কাউন্সিলর। এনডিআরএফ-কে আগে ডাকলে মৃত্যু কম হত।'


 



শুধু গার্ডেনরিচ নয়, সারা কলকাতায় - বিশেষ করে KMDA এলাকায় বেআইনি নির্মাণকাজ চলছে বলে অভিযোগ করেছেন তিনি। আর এই ঘটনায় প্রত্যক্ষভাবে তৃণমূল সরকারকে শুভেন্দু নিশানা করেছেন। তিনি বলেন, 'কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বত্র জলাভূমি ভরাট হচ্ছে। পুরসভা, কাউন্সিলর ও পুলিশের মদতে পুকুর ভরাট হচ্ছে। তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিসের সামনেও জলাভূমি ভরাট। কোনও অনুমতি ছাড়াই পুকুর বুঝিয়ে বহুতল তৈরি হচ্ছে।'


এলাকায় জলাভূমি ভরাটের ব্যাপারে কিছুই জানতেন না, মিথ্য়ে বলছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Garden Reach), দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির