কলকাতা: শেষ হতে চলেছে রুকমা রায় (Rooqma Roy) অভিনীত সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ' (Roopsagare Moner Manush)। হয়ে গেল শেষ পর্বের শ্যুটিংও। আর মাত্র কয়েকদিনই দর্শক তাঁদের প্রিয় পূর্ণাকে ছোটপর্দায় দেখতে পাবেন। এই সময়ে কোন ধারাবাহিক দেখা যাবে? কবে শেষ সম্প্রচার রুকমার ধারাবাহিকের?
বন্ধ হয়ে যাচ্ছে 'রূপসাগরে মনের মানুষ', কবে শেষ সম্প্রচার?
গতকাল, অর্থাৎ ১৭ মার্চ, রবিবার, শেষ শ্যুটিং হয়ে গেল রুকমা রায়ের ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'-এর। গত বছরের জুলাই মাসে শুরু হয় এই ধারাবাহিক। বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফেরেন অভিনেত্রী। তবে এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ৩১ মার্চ। অর্থাৎ এই মাসের শেষের সঙ্গে সঙ্গে শেষ হবে 'রূপসাগরে মনের মানুষ'ও। সেই স্থানেই দেখা যাবে সান বাংলার নয়া ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'। প্রত্যেকদিন সন্ধ্যা ৮টায়, ১ এপ্রিল থেকে দেখা যাবে, 'কনস্টেবল মঞ্জু'।
কিন্তু কেন হঠাৎ 'রূপসাগরে মনের মানুষ' বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে কিছু জানানো না হলেও, মনে করা হচ্ছে এই টিআরপি নিরিখেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ভাল টিআরপি পাচ্ছে না এই ধারাবাহিক, গুঞ্জন এমনই। এর মধ্যে একবার বদল করা হয়েছে নায়কও। তাতেও হল না শেষরক্ষা? যদিও ধারাবাহিকের শেষে দেখা যাবে বাবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে পূর্ণা। সফল আইপিএস অফিসার হতে পেরেছে সে।
আসছে নতুন ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'
সান বাংলা নিয়ে হাজির হচ্ছে তাদের নতুন ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'। মুখ্য দুই চরিত্রের নাম অর্জুন ও মঞ্জু। অর্জুনের চরিত্রে অভিনয় করবেন শুভজিৎ সাহা। মঞ্জুর চরিত্রে দেখা যাবে দিয়া বসুকে।
ঠিক কীরকম গল্প বলবে এই ধারাবাহিক? গ্রামের মেয়ে মঞ্জু। নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব চূড়ান্ত তার, এবং প্রায়ই সকলের হাসির পাত্রী হয়ে ওঠে সে। মঞ্জু এমনিতে খুবই জ্ঞানী, অর্থাৎ একেবারে বোকা নয়। কিন্তু যখনই কোনও কাজ উদ্ধারের প্রসঙ্গ আসে তখন কোনও না কোনওভাবে বিপদ তৈরি করে ফেলে। সে থাকে তার কাকিমা, তুতো বোন এবং নিজের ভাইয়ের সঙ্গে। তার বাবা ছিলেন পেশায় কনস্টেবল এবং ডিউটি করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। বাবা মারা যেতে সেই চাকরি পায় মেয়ে মঞ্জু। রসুলপুর পুলিশ স্টেশনের কনস্টেবল সে। কিন্তু কাজের ক্ষেত্রেও তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়। অথচ এরকম একাধিকবার হয়েছে যে রসুলপুর পুলিশ স্টেশন মঞ্জুর বুদ্ধি ও পরিকল্পনার ওপর নির্ভর করে একাধিক কেসের সমাধান করেছে।
অন্যদিকে, ধারাবাহিকের নায়ক অর্জুন। 'রাউডি' নায়ক কাজ করে এক ডনের জন্য। ডন টাটু সৎপতির হয়ে কাজ করে সে। অর্জুপন তার বাবাকে একেবারেই পছন্দ করে না কারণ তার বাবার জন্য তার মা কখনও মাথা তুলে দাঁড়াতে পারেননি। সবসময়েই মাকে দমিয়ে রেখেছেন বাবা। এমনকী বাবার গাফিলতির জন্যই নিজের বোনকে হারিয়েছে সে, যার ফলস্বরূপ সে আজকের এই 'রাউডি' রূপ ধারণ করেছে। কিন্তু মনের দিক থেকে খুবই ভাল সে। গরিবদের সাহায্য করা হোক বা মহিলাদের সম্মান করা, সমস্ত গুণই তার মধ্যে আছে। সে মনে মনে ভালবাসে নন্দিনী নামের এক মেয়েকে। নন্দিনী হচ্ছে রসুলপুরের জমিদার ও রাজনীতিকের মেয়ে। ধারাবাহিকের গল্পের ট্যুইস্টে, সময়ের ফেরে, গল্পের নায়ক অর্জুন ও নায়িকা মঞ্জুর বিয়ে হবে। তারপর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।