ব্রতদীপ ভট্টাচার্য ও মোহন দাস, হুগলি: নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে পাঁচ কেজি করে বাটা বাদ দেওয়ার অভিযোগ হুগলির (Hooghly) গোঘাটের (Goghat) চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয় কামারপুকুর রাজ্য় সড়ক অবরোধ করলেন কৃষকদের একাংশ। তারই সঙ্গে পুলিশের বিরুদ্ধে কৃষকদের কুমন্তব্য করার অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari(। একটি ভাইরাল ভিডিও দেখিয়ে তাঁর অভিযোগ, গোঘাট থানার ওসি অবরোধকারী কৃষকদের গালগাল দিয়েছেন।
বেশ কিছুদিন ধরে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। ওই দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক, গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত যখন চলছে তখনই রাজ্য়ে ধান কেনায় দালাল চক্রের রমরমার অভিযোগ উঠেছে।
এবার হুগলির গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাটা বাদ দেওয়ার অভিযোগ উঠল চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধানের বাটা বাদ দেওয়ার সরকারি কোনও নিয়ম নেই। কিন্তু, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনার সময় ময়লার অজুহাতে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান চাইছেন চালকল মালিকদের একাংশ। তাঁদের দাবি, গত ৩ দিন ধরে কুইন্টাল প্রতি ৩ কেজি অতিরিক্ত ধান দিচ্ছেন তাঁরা। কিন্তু, বুধবার কুইন্টাল পিছু ৫ কেজি বাটা বাদ দিয়ে সেই পরিমাণ অতিরিক্ত ধান চাওয়া হয়। প্রতিবাদে গোঘাটের কামারপুকুর রাজ্য় সড়ক অবরোধ করেন কৃষকদের একাংশ। এক কৃষক লক্ষ্মীকান্ত দে'র অভিযোগ, 'ধান হচ্ছে পাঁচ কিলো বাদ দিচ্ছে। আমরা ৩ কিলো মানতে রাজি। ৫ কিলো মানতে আমরা রাজি নই।'
তাঁদের অভিযোগ, ব্লক প্রশাসন ও জেলা কৃষি দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি। আরও এক কৃষক আশিস দে বলছেন, 'আজ ৩দিন হল ৩ কেজি করে ধানের বাট বাদ দিচ্ছে। আজকে বলছে ৫ কেজি করে বেশি না দিলে নেবেন না বলছেন মিল মালিকরা। আমরা অফিসারদের বহুবার ফোন করেছি। তাঁরা আসেননি। আমরা ৭টা থেকে দাঁড়িয়ে আছি। আমরা কি মানুষ নই?' ৪৫ মিনিট রাজ্য় সড়ক অবরোধ করেন কৃষকরা। তারপরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।
এরই মধ্য়ে মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে গোঘাট থানার ওসি অরূপকুমার মণ্ডলের বিরুদ্ধে অবরোধকারী কৃষকদের গালাগাল করার অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়া এক্স-এ সেই ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর তোপ, 'গোঘাটে যাচ্ছি, চাষিদের যে ওসি গালাগালি দিয়েছেন, তাঁকে ক্ষমা চাওয়াব। পুলিশকে সংযত করুন, হুঁশিয়ারি দিচ্ছি।'
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের