নয়াদিল্লি: প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে মাঠে বাদানুবাদে জড়িয়েছেন বারবার। নিজের ক্রিকেট কেরিয়ারে মাঠে ঝামেলায় জড়ানোর প্রচুর উদাহরণ রয়েছে গৌতম গম্ভীরের। তবে নিজের স্বদেশীয় প্লেয়ারদের সঙ্গেও এবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বিশ্বকাপজয়ী বাঁহাতি ভারতীয় ওপেনার। গত আইপিএলে বিরাট কোহলির পর এবার এস শ্রীসন্থ। লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া ক্যাপিটালসের জার্সিতে খেলেন গম্ভীর। অন্যদিকে গুজরাত জায়ান্টসের হয়ে খেলেন শ্রীসন্থ। গতকাল মুখোমুখি হয়েছিল ২ দল। সেখানেই প্রাক্তন ২ সতীর্থের মধ্য়ে কথা কাটাকাটি হয়। পরে ম্য়াচের শেষে শ্রীসন্থ জানান গৌতম তাঁকে ভীষণ খারাপ কথা বলেছেন। যা তাঁর বলা উচিত হয়নি। গৌতমকে 'মিস্টার ফাইটার'-ও বলেন তারকা ডানহাতি পেসার। 


ম্যাচের শেষে ইনস্টাগ্রাম লাইভে এসে শ্রীসন্থ জানান, ''মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে গোটা বিষয়টা আমি পরিষ্কার করে দিতে চাই। গম্ভীর এমন একজন, যে কোনও কারণ ছাড়াই সব সময় ও সতীর্থদের সঙ্গে ঝগড়া করে। সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। তাঁদের মধ্যে বীরু ভাই ও অন্যান্য ক্রিকেটাররাও রয়েছে। আজও ঠিক তেমনটাই হয়েছে। কোনও ইন্ধন ছাড়াই ও আমাকে একটানা কিছু বলে যাচ্ছিল। আর সেটা ভীষণই খারাপ। গৌতম গম্ভীরের মত মানুষের মুখ থেকে এমন কিছু শোনার মতো আশা করা যায় না।''






উল্লেখ্য, গতকাল ম্যাচে শ্রীসন্থের একটি ওভারে পরপর ছক্কা ও বাউন্ডারি হাঁকান গম্ভীর। এরপরের বলটিতে যদিও বাউন্ডারি হাঁকাতে পারেননি গৌতি। তখনই দেখা যায় যে শ্রীসন্থ ও গম্ভীরের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। যা পরে আরও বড় আকার নেয়। প্রাক্তন ভারতীয় পেসার আরও বলেন, ''আমার কোনও দোষ নেই। মিস্টার গৌতি যা করেছেন তা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তিনি মাঠে যে শব্দ ব্যবহার করেছেন তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। আপনারা সমর্থন করুন। আমার পরিবার, আমার রাজ্য, সকলকে অনেক কিছু সইতে হয়েছে। আপনাদের সকলের সমর্থনের জোরেই আমি অনেকটা লড়াই করে এগিয়ে এসেছি। এখনও কিছু মানুষ রয়েছেন, যারা কোনও কারণ ছাড়াই আমাকে নীচে টেনে নামাতে উদ্যত হয়েছে। আমার দল ভালো খেললেও, আমি ভালো পারফর্ম করলেও কথা শুনতে হয়। গৌতম এমন কথা বলেছে, যেটা ওর একেবারেই বলা উচিত হয়নি।''