প্রকাশ সিনহা, সুদীপ্ত আচার্য ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা : কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদ করে, সোমবার কৃষ্ণনগরেই মিছিল করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । মহুয়ার (Mahua Moitra ) গড়েই চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার বিরোধী দলনেতা। বলেন, কালী মাতার অপমান, মানবে না হিন্দুস্তান !
মহুয়ার কালী-মন্তব্য নিয়ে সপ্তাহখানেক ধরেই চড়ছে বিতর্কের পারদ। একে হাতিয়ার করে তৃণমূল সাংসদকে কার্যত আক্রমণে ঝাঁঝরা করে দিচ্ছে গেরুয়া শিবির। কখনও অমিত মালব্য, কখনও দিলীপ ঘোষ, কখনও শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে ও মাঠে নেমে মহুয়ার বিরুদ্ধে সরব হচ্ছেন।
আরও পড়ুন :
জ্বর নেই, তাবলেই ভাববেন না, করোনা আক্রান্ত হননি, জানুন অন্যান্য উপসর্গ
সোমবার মহুয়া-গড়ে গিয়েই আক্রমণ শানান শুভেন্দু। বলেন, '' আজকে কৃষ্ণনগরে যেভাবে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে, দল-মত-বর্ণ নির্বিশেষে মাঠে নেমেছে, এটা একটা অশনি সঙ্কেত মহুয়া মৈত্র বা তৃণমূলের কাছে, যে এভাবে হিন্দুদের অপমান করা যায় না। ''
সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র বলেন, ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা মত। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন, ঈশ্বরকে সকালের পুজোয়, হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন, প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংস, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে মানুষ পুজো করেন।
তিনি আরও বলেন, হিন্দু ধর্মে, নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা, আমার রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।
এরপরই, পথে নামে বিজেপি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায়, থানায় FIR করা হয়। যদিও, তারপরও যে তিনি নিজের মন্তব্য থেকে সরছেন না, তা ইতিমধ্যেই এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন মহুয়া মৈত্র।