কলকাতা: বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই 'অপরাধে'র কারণে তৃণমূলে যোগ দেওয়ার আগে দীর্ঘ পথ দণ্ডি কেটে আসতে হয়েছে চার আদিবাসী মহিলাকে। দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় শোরগোল হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার ওই ঘটনায় তুমুল বিরোধিতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তপনে ‘দণ্ডি’ বিতর্কে জাতীয় তফশিলি কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি বিরোধী দলনেতার। তফশিলি ও আদিবাসী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দুর। 


কী বলেছেন শুভেন্দু:
ট্যুইটে বিরোধী দলনেতা বলেছেন, 'রাষ্ট্রপতি যেখানে সুখোই বিমানে চড়ছেন। সেখানে বালুরঘাটে বিজেপি যোগদানের শাস্তি দিতে দণ্ডি কাটানো হয়েছে।'


বিজেপিতে যোগদানের দণ্ড হিসেবে চার মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ ঘিরে দক্ষিণ দিনাজপুরে তপনে উত্তেজনা  ছড়িয়েছিল। দণ্ডি কেটে তৃণমূলে ফেরার পর থেকেই রহস্যজনকভাবে উধাও চার মহিলা। এমনই দাবি করেছেন তপনের গোফানগর গ্রামের বাসিন্দারা। শনিবার গ্রামে যান তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। গ্রামের পরিবেশ থমথমে। কেউই মুখ খুলতে চাননি। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাটে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির এসসি-এসটি মোর্চা। মিছিল করে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ায়, এসপি অফিসের সামনে বসে পড়েন তাঁরা।  


দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছিলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির ট্যুইট, তপনের গোফানগরের চার মহিলা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। একদিনের মধ্যে ওই আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। 

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি:
দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর দাবি, '২০০ জন নয় তার থেকে অনেক কম সংখ্যক মহিলা গতকাল যোগদান করেছে। যাদের মধ্যে বেশিরভাগ মহিলাই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরতে চাইছে। এদের মধ্যে চারজন মহিলা গতকাল রাতে বিবেকের দংশনে  ঘুমোতে না পেরে দণ্ডি কেটে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আগামী দিনে বাকি মহিলারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হবে।'


পরে দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি বিতর্কের জেরে সরানো হয়েছে দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীকে। প্রদীপ্তা চক্রবর্তীর জায়গায় মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী হলেন স্নেহলতা হেমব্রম। 


আরও পড়ুন: '১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব', ১০০ দিনের কাজের বকেয়া আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের