মালদা : ভোট-মুখী পশ্চিমবঙ্গে SIR নিয়ে উত্তাপ অব্যাহত। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে। 'জীবিত' ভোটারকে 'মৃত' ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে এদিন একদিকে যখন বারুইপুরের সভামঞ্চে তিনজনকে ব়্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন উত্তরের মালদায় SIR ইস্যুতেই তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী

Continues below advertisement

বিরোধী দলনেতা বলেন, "প্রথম রাউন্ড সেমিফাইনালে SIR থেকে বাদ চলে গেছে ৫৮ লক্ষ। ১৪ ফেব্রুয়ারি দেখবেন, তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ভোটার লিস্ট থেকে আরও অবৈধ ভোটার, ভুয়ো ভোটার আর লাভলি খাতুন না কি খাতুন...এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গামুক্ত ভোটার লিস্ট হবে। SIR-এ কী হতে যাচ্ছে, তার ট্রেলারটা দেখেছেন তো ? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলছেন, এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছেন। ১৪ ফেব্রুয়ারির পরে ১৫ তারিখ এই কথা ওঁরা সবাই বলবেন। একদম নিশ্চিন্ত থাকুন।" SIR Controversy in West Bengal  

এদিন মালদার সভা থেকে বাংলাদেশের প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তৃণমূলকে নিশানা করে দেন পরিবর্তনের ডাক। বিরোধী দলনেতা বলেন, "যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস...৭৫ বছর, তাঁর ৪২ বছরের পুত্রকে... পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধূলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি ? উস্কেছিল কারা ? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ সংশোধন বিল কার্যকর হয়নি ? কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কী বলেছিলেন ? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কী বলেছিলেন ? আমার প্রাণ থাকতেও পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফ সংশোধনী বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সী, তাজমূল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি...আর এখানে তো পরিযায়ী এমএলএ...নীহারচন্দ্র ঘোষ...উত্তর দিতে পারবেন ? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুঠ, ধূলিয়ান-সামশেরগঞ্জে আগুন। কার স্বার্থে করেছিলেন আপনারা ? এ জিনিস বন্ধ করতে হবে। পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি। এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কিন্তু, আপনারা অতীতটা ভুলে যাবেন না।" Suvendu Adhikari Rally

Continues below advertisement