উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতর্কের পর, এবার বিধানসভায় আসন বদল করা হল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের।


বিধানসভা ভোটে বিজেপির হয়ে জিতলেও...পরে, তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া এই চার বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দু’টি চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তাঁদের দাবি, বিধানসভায় শুভেন্দু অধিকারী তাঁদের বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন, প্রাণে মারার হুঁশিয়ারিও।


এরপরই, বিধানসভার অধ্যক্ষের কাছে নিরাপত্তাহীনতার অভিযোগ করেন তাঁরা। তারপরই, ৪ বিধায়কের নিরাপত্তা বাড়ানো হয়। এবার, তাঁদের বসার জায়গা বদল করা হল।  মুকুল রায়ের পাশে, ট্রেজারি বেঞ্চ অর্থাৎ যেখানে তৃণমূলের বিধায়করা বসেন, তার আরও কাছে পাশাপাশি বসার জায়গা পেলেন বিজেপি ছেড়ে, তৃণমূলের পতাকা হাতে নেওয়া এই চার বিধায়ক। 


আরও পড়ুন, তিন ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কী কী বিষয়ে অভিষেককে প্রশ্ন করল ইডি?                        


রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, "বিধানসভার মধ্যে নিরাপত্তা হীনতায় ভুগতাম...চার জন একসঙ্গে বসায়, এখন একটু ঠিক লাগবে।" বিধানসভায় ৪ বিধায়কের আসন বদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, দুরাত্মার ছলের অভাব হয় না। সব মিলিয়ে, ৪ বিধায়কের আসন বদল নিয়ে তরজা চলছেই।                     


বুধবার ওই বিধায়করা দাবি করেন, মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বারবার অকারণে বাধা দিচ্ছিলেন বিরোধী দলনেতা। তার প্রতিবাদ করেছিলেন তাঁরা। তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিষয়টি অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানান ওই চার জন। স্পিকার তাঁদের লিখিত আবেদন করতে নির্দেশ দেন বলে খবর।