কলকাতা: SSC এবং প্রাথমিকের নিয়োগে, দুর্নীতির অভিযোগের পাহাড় ইতিমধ্যেই সামনে এসেছে। এবার সামনে এল বস্তা বস্তা টাকা। তৃণমূল নেতা, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২০ কোটি টাকা। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, তখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। তার মধ্যেই তোলপাড় ফেলে দিল খবরটা। এ নিয়েই শুক্রবার শেষ বেলায় তুঙ্গে পৌঁছল রাজনৈতিক তরজা। ময়দানে হাজির বিজেপিও। ঘটনা প্রকাশ্যে আসতেই ট্যুইট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


ট্যুইটে তিনি লিখেছেন, SSC দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের দাবি, টাকার বান্ডিলগুলি ছিল, অশোক স্তম্ভের ছবি দেওয়া, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামের মধ্যে।






সেই সঙ্গে এই ছবিগুলি ট্যুইট করেন শুভেন্দু। এ রপর শুভেন্দু অধিকারী আরেকটি ট্যুইটে লেখেন, হিমশৈলের চূড়া?


 






যদিও ঘটনার দায় এড়িয়ে গিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য ট্যুইট করে বলছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।