কলকাতা: দিনভর ইডির ম্য়ারাথন তল্লাশি। বিকেল গড়াতেই ইডির (Enforcement Directorate) তল্লাশিতে উদ্ধার হল ২০ কোটি টাকা (20 Crore Rupees)। ইডি (ED) সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই টাকা। উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোনও। ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC scam) সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা। কোথা থেকে এল এই টাকা? ২০টি মোবাইলই বা কী কাজে ব্যবহার করা হত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


এদিন রাত ৮টা নাগাদ ইডির ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানানো হয় এই খবর। ট্যুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’  সঙ্গে স্তুপাকার নগদ টাকার ছবি ওপোস্ট করা হয়েছে ইডির তরফে।






ইডির ম্যারাথন তল্লাশি: আজ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালায় দিনভর। পার্থ চট্টোপাধ্যায় থেকে পরেশ অধিকারী হয়ে মানিক ভট্টাচার্য, তৃণমূলের ৩ মন্ত্রী-বিধায়কের বাড়িতে একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি ED। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পিংলায় তাঁর এক আত্মীয়র পর নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের পার্সোন্যাল সেক্রেটারির বাড়িতে যায় ইডি। অন্যদিকে, কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যান ইডি অফিসাররা। সেখানে তাঁর স্ত্রী-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। 


অন্যদিকে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, টেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের বাড়ি এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান ইডি অফিসাররা। 


পার্থকে ইডি-জিজ্ঞাসাবাদ: এ দিকে ৯ ঘণ্টা পার হয়ে গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে এখনও ইডি-জিজ্ঞাসাবাদ চলছে। আর তার মধ্যেই উদ্ধার এই টাকা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ। SSC-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গেছেন ৭-৮ জন ইডি আধিকারিক। এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ৩ চিকিৎসক। পাশাপাশি, কোচবিহারের মেখলিগঞ্জে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরার বাড়িতেও গেছেন ইডি’র অফিসাররা। এর আগে এই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও শান্তিপ্রসাদ সিন্হাকে জিজ্ঞসাবাদ করেছে সিবিআই।


আরও পড়ুন: Sukanta Majumdar : 'হিন্দি সিনেমায় দেখতাম ইডি-সিবিআই ভিলেনের বাড়ি গেলে তাঁরা অসুস্থ হয়ে যায়' পার্থকে খোঁচা সুকান্তর