কলকাতা: দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী। একটি ডায়েরির পাতার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্স পোস্টে তিনি বলেন '২০১৬ সালে এনামুল হকের ভাইয়ের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ এনামুলের ডায়েরিতে। দেবকে স্বীকার করতে হবে, সিনেমা করতে গরুপাচারের টাকা নিয়েছিলেন। ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব। মহুয়া মৈত্র যা করেছিলেন দেবও তাই করেছেন', ডায়েরির পাতা পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। 


শুভেন্দুর এক্স পোস্ট-






অন্যদিকে, শুভেন্দুকে পাল্টা তোপ দেগেছেন দেব। ঘাটালের তৃণমূল নেতা সোশাল মিডিয়ায় বলেন, 'আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না'। সোশাল মিডিয়ায় শুভেন্দুর পোস্টের পরই পাল্টা আক্রমণ করেছেন দেব। তিনি বলেন, 'তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন'। পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানের হিরণের ছবি দেওয়া পোস্টার পোস্ট দেবের শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর হিরণ তাঁকে কাউন্সিলরের পর্যায় নামিয়ে আনছেন, বলেও কটাক্ষ দেবের।


 




প্রসঙ্গত, কিছুদিন আগেই শুভেন্দু বলেছিলেন, 'ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। ২৩ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরোবে না।' 


দেব প্রসঙ্গ


পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে শেয়ার করা এক অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এই প্রেক্ষাপটে শনিবার ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। ঘাটালের তৃণমূল নেতা তথা অভিনেতা বলেন, 'অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা FIR দায়ের করছি অডিও ভাইরালের জন্য। এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে আমার মনেহয় চিহ্নিত করা উচিত। সন্ধেবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন, তাহলে দেব ভয় পাচ্ছে কেন? আমি বলছি, পুলিশ কেন ED,CBI, FBI, যে যে এজেন্সি আছে পৃথিবীজুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদেরকে আমার মনে হয় তদন্তে চিহ্নিত করা হবে, এই যে ভুল প্রচার করা হচ্ছে, মানুষ জেতার জন্যে এতটা নীচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে।'  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে