Vivo X Fold 3 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর প্রথম ফোল্ডেবল ফোন (Foldable Phone)। এবার লঞ্চ হবে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন (Vivo X Fold 3)। সম্প্রতি এই ফোন লঞ্চের দিনক্ষণ ফাঁস হয়ে গিয়েছিল। ভিভো ইন্ডিয়ার (Vivo India) ওয়েবসাইটে এই ফোল্ডেবল ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানেই ফাঁস হয়েছে এই ফোনের ভারতে লঞ্চের তারিখ। দেখে গিয়েছিল, ৬ জুন এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। চিনে আগেই লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন। এবার আসছে ভারতে। এই প্রথম ভারতে কোনও ফোল্ডেবল ফোন লঞ্চ করতে ভিভো সংস্থা। ভিভোর আসন্ন ফোল্ডেবল ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও থাকতে পারে Zeiss ব্র্যান্ডের ক্যামেরা সেনসর এবং ৫৭০০ এমএএইচ ব্যাটারি। ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে কেনা যাবে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন। আর একবার ৬ জুন- এই তারিখ ফাঁস হওয়ার ফলে অনুমান করা হচ্ছে, ওই দিনেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন। তবে ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
Celestial Black রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন। ভিভো ইন্ডিয়ার মাইক্রোসাইট থেকে এটাই জানা গিয়েছে। এই ফোনে থাকতে চলেছে এআই ফিচার। গুগলের Gemini AI ফিচারের সাপোর্ট থাকবে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে। এআই নোট অ্যাসিস্ট, এআই ট্রান্সস্ক্রিপ্ট অ্যাসিস্ট, এআই স্ক্রিন- এইসব ফিচারের সাপোর্ট থাকতে চলেছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এর ওজন হবে ২৩৬ গ্রাম এবং ১১.২ মিলিমিটার পুরু হতে পারে এই ফোনে।
কী কী ফিচার থাকতে পারে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে
- এই ফোনে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৮.০৩ ইঞ্চির ইনার AMOLED LTPO ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে। দুটো স্ক্রিনের রিফ্রেশ রেটই ১২০ হার্টজ। এছাড়াও এই দুই ডিসপ্লেতে রয়েছে Dolby Vision সাপোর্ট।
- ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের আলট্রা সেনসিং প্রাইমারি ক্যামেরা থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের থ্রি-এক্স টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ট্রুকলারের নতুন ম্যাজিক, ফোন না ধরলেও শোনা যাবে আপনারই গলা !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।