কলকাতা: টেটের (TET) আগের দিন বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘১০ লক্ষ টাকা দিলে টেটের প্রশ্ন বলে দেওয়া হবে।' শুভেন্দু আরও বলেন, ‘অগ্রিম ৫ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। পরীক্ষার পর বাকি ৫ লক্ষ টাকা নেওয়া হবে’। এদিন এমনই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার।
স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। এই আবহেই ৫ বছর পর, রবিবার হতে চলেছে প্রাথমিকের TET। কিন্তু, পরীক্ষার আগের দিনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তিনি এদিন বলেন, "আমাদের কাছে খবর আছে, কারা আপনারা নিইশ্চয়ই জানেন, আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন কিন্তু অতি সতর্ক আছে।"
সূত্রের খবর, পর্ষদ কর্তাদের মোবাইল ফোনে একাধিক হুমকি মেসেজ এসেছে, যা থেকে তাঁরা পরীক্ষায় বিঘ্ন ঘটানোর আশঙ্কা করছেন। তাই একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে পর্ষদ। সল্টলেকে পর্ষদের দফতরে তৈরি হয়েছে সেন্ট্রাল কন্ট্রোলরুম।
আরও পড়ুন, ‘স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে’, এবছর পরীক্ষায় নতুন কী কী থাকছে জানাল পর্ষদ?
CCTV ক্যামেরার মাধ্যমে সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজরদারি চলবে। পর্ষদের দাবি, এইভাবে কন্ট্রোল রুম তৈরি করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা এই প্রথম।
রবিবারের TET-এর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২। বছরের পর বছর এই পরীক্ষার দিকে তাকিয়ে ছিলেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। কিন্তু তার আগেই পর্ষদের এমন এক আশঙ্কায় স্বাভাবিকভাবে চিন্তা বাড়িয়েছে অনেকের। সব মিলিয়ে রবিবারের TET, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ।
রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।