কোন্নগর, হুগলি: রামনবমীর মিছিলে অশান্তি, আর সেই প্রসঙ্গেই ফের একবার রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বুধবার হুগলির কোন্নগরে (Hooghly Konnagar) জনসভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকেই তিনি বলেন, 'শিবপুর, ডালখোলা, রিষড়ায় যাঁরা অশান্তি পাকিয়েছে, তারা রাষ্ট্রপ্রেমী হতে পারে না। তাই এনআইএ তদন্ত করা উচিত। মোমিনপুর-ইকবালপুরে এনআইএ হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এখানেও এই ওষুধের প্রয়োজন। এনআইএ কাজ শুরু করার আগেই পুলিশ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এনআইএ তদন্ত বাতিল করতে সুপ্রিম কোর্টে গিয়েছে। আমরা সবরকম আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি'। এদিন কোন্নগর থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রতিবাদ মিছিলও করেছেন শুভেন্দু অধিকারী। 


নবজোয়ারের টাকার উৎস নিয়েও বিস্ফোরক বিরোধী দলনেতা 


এর পাশাপাশি এদিন কোন্নগরের সভা থেকে তৃণমূলের 'নবজোয়ারের' টাকার উৎস নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। কোটি কোটি মানুষকে বঞ্চনার এই ব্যবসা বন্ধ করব। এই নবজোয়ার, চল এবার তিহাড়।' এদিন কোন্নগরের সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার পাশাপাশি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি। 


রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা নিয়েও তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী


কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। নগদ ৩ কোটি টাকা, ৬ কোটির গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। এর পাশাপাশি আয়কর দফতরের কাছে বিবৃতি প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ মে প্রায় ৩০ ঘণ্টা ধরে রায়গঞ্জের বিধায়কের বাড়িতে চলে আয়কর তল্লাশি। 


রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের


রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় আগেই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এপ্রিল মাসের শেষদিকে ২৭ এপ্রিল এই নির্দেশ দেওয়া হয় এবং সেই সময় আদালতের তরফে জানানো হয় যে, আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। এই নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই নিরিখেই বিচারপতি জানান, রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে এনআইএ। রাজ্য পুলিশের তরফে সব তথ্য এবং নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে। 


হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী


রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘সংবিধানের অভিভাবক এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে আরও একবার মানুষের আস্থা অর্জন করল। হাইকোর্ট আরও একবার দেখিয়ে দিল তথ্য ধামাচাপা দিতে এনআইএ তদন্ত এড়িয়ে যাচ্ছিল রাজ্য। হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশকে স্বাগত জানাই। ভয়ের থেকেও বড় হয়ে উঠুক আস্থা, জয় শ্রীরাম।’


আরও পড়ুন- হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা