কলকাতা: ‘স্বাধীনতার পরে বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি’ এসএসসি প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই ভাবেই নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘কান টানলে মাথা আসবে, কাদের সুপারিশে হয়েছে বলতে হবে পার্থককে। পরেশ অধিকারী শর্ত দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মমতার নির্দেশে পার্থ তাঁর মেয়ের নিয়োগ করেছিলেন। আশাকরি পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞাসাবাদে এই সত্য জানাবেন।’


সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল: এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সব পক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই।এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনওটাই এসএসসি-র পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। জানাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ। এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী ও নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান। 


ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরেই বাড়ি থেকে বেরোলেন পার্থ। তাঁর মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল ডিভিশন বেঞ্চ। নিয়ম অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করা হয়েছে। হাজিরা দিলেও যাতে গ্রেফতার করা না হয়, তার জন্য ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। মামলা দায়ের না হওয়ায় এ ব্যাপারে নির্দেশ দিতে অস্বীকার করল ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় কোনও নির্দেশ দেওয়া হল না। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। 


সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সন্ধে ৬টার মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। ‘সহযোগিতা না করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পার্থ চট্টোপাধ্যায়কে’
‘পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে অব্যহতি দেওয়া হোক।’ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 


ডিভিশন বেঞ্চে পার্থ: sউল্লেখ্য, সিবিআই হাজিরার নির্দেশের পরই ডিভিশন বেঞ্চে যায় পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন পার্থ।