কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর উত্তাল রাজ্য-রাজনীতি। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও যাবতীয় জিজ্ঞাসাবাদের পর, প্রাক্তন খাদ্য়মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) গ্রেফতার করেছে ইডি (ED)। বলাইবাহুল্য  লোকসভা ভোটের আগে , শাসকদলের একের পর এক হেভিওয়েটের গ্রেফতারি ঘিরে, গেরুয়াশিবিরে এক অন্য সমীকরণ।  ইতিমধ্যেই জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি ঘিরে, নাম করেই তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর এবার শাসকদলে জোর নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 


'এরপর মন্ত্রিসভার বৈঠক জেলে ডাকতে হবে..'


প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাস্থ্যপরীক্ষার পর  বনমন্ত্রীকে চিফ মেট্রোপলিট্য়ান্ট ম্য়াজিস্ট্রেটের আদালতে পেশ করার কথা বলে ইডি সূত্রে খবর। এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে স্পেশাল পাবলিক প্রসিকিউটার নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী বলেন, 'এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে। ধৃত মন্ত্রী ও তৃণমূল বিধায়কদের তালিকা তুলে ধরে।' 


আরও পড়ুন, '২৪-এর ভোটের আগে এসব হবে', জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্তব্য রথীনের


কেন্দ্রীয় এজেন্সির জালে রাজ্য়ের দুই মন্ত্রী ও দুই বিধায়ক


উল্লেখ্য, শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ড। কেন্দ্রীয় এজেন্সির জালে রাজ্য়ের দুই মন্ত্রী ও দুই বিধায়ক। নিয়োগ দুর্নীতিতকাণ্ডে গত বছরের ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে আজ ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক।নিয়োগ দুর্নীতিতে গত ১৭ এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ১১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি।