West Bengal News Live Updates: ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজত, নির্দেশ শুনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয়

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 27 Oct 2023 11:25 PM
WB News LIVE Updates: গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি

গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন, ভোগান্তি যাত্রীদের। রাত ১০টা ৪০ মিনিটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 

West Bengal LIVE Updates: রক্তদান শিবিরের নামে ১০ হাজার টাকা দাবি, না দিতে পারায় বেধড়ক মার

রক্তদান শিবিরের নামে ১০ হাজার টাকা দাবি, না দিতে পারায় বেধড়ক মার! দাবি মতো টাকা দিতে না পারায় মুচিপাড়ায় ব্যবসায়ীকে বেধড়ক মার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের । নবমীর রাতে বাড়ি ফেরার পথে হামলা, এখনও অধরা দুষ্কৃতীরা। 

WB News LIVE Updates: আগামী মঙ্গলবার সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র

আগামী মঙ্গলবার সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র। আজ, এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ৪ নভেম্বর পর্যন্ত আমার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায়, দিল্লিতে আসা সম্ভব নয়।

West Bengal LIVE Updates: তৃণমূলে যোগ দিয়েই, পুরনো দলকে কড়া আক্রমণ করলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার

তৃণমূলে যোগ দিয়েই, পুরনো দলকে কড়া আক্রমণ করলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। পাল্টা, হরকালী প্রতিহারের দলত্যাগের উদযাপনে বাজি ফাটিয়ে, মিষ্টি মুখ করলেন বিজেপির নেতা-কর্মীদের একাংশ। 

WB News LIVE Updates: মৃত ২ কিশোরের পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে বিক্ষোভের হেনস্থার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত ২ কিশোরের পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে বিক্ষোভের হেনস্থার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস। ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। হেনস্থার জন্য় মহেশতলার তৃণমূল যুব সভাপতির দিকে আঙুল তুলেছেন বিধায়ক। তৃণমূল যুব সভাপতির সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

West Bengal LIVE Updates: ধৃত মন্ত্রী ও তৃণমূল বিধায়কদের তালিকা তুলে ধরে এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর

'এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে'। ধৃত মন্ত্রী ও তৃণমূল বিধায়কদের তালিকা তুলে ধরে এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর। 

WB News LIVE Updates: তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষ্যে শক্তির আরাধনা, বিশেষ পুজো

শারদোৎসব শেষে শুক্লা চতুর্দশী। তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষ্যে শক্তির আরাধনা, বিশেষ পুজো। ঘরে বসেই দর্শন করুন তারা মায়ের। 

West Bengal LIVE Updates: কেন্দ্রীয় এজেন্সির জালে রাজ্য়ের দুই মন্ত্রী ও দুই বিধায়ক

শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ড। কেন্দ্রীয় এজেন্সির জালে রাজ্য়ের দুই মন্ত্রী ও দুই বিধায়ক। নিয়োগ দুর্নীতিতকাণ্ডে গত বছরের ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে আজ ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক।নিয়োগ দুর্নীতিতে গত ১৭ এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ১১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। এদিকে গরু পাচার মামলায় আগেই গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। সব মিলিয়ে একের পর এক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার একের পর এক হেভিওয়েট। সেই তালিকায় এবার নাম ঢুকল জ্যোতিপ্রিয় মল্লিকের।  

WB News LIVE Updates: ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত

৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত। আদালতের নির্দেশ শোনার পরই অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক, মাথায় জল দেন মেয়ে। পরিস্থিতি খতিয়ে দেখেন বিচারক তনুময় কর্মকার। বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে। ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছল কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্স।

West Bengal LIVE Updates: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যাঙ্কশাল কোর্টে জমায়েত করে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান বিজেপি কর্মী-সমর্থকদের।

WB News LIVE Updates: রেড রোডে পুজো কার্নিভাল, উপস্থিত মুখ্যমন্ত্রী

রেড রোডে পুজো কার্নিভাল, উপস্থিত মুখ্যমন্ত্রী। অংশগ্রহণে ৯৬টি পুজো কমিটি। নৃত্য পরিবেশনে ডোনা গঙ্গোপাধ্যায়।

West Bengal LIVE Updates: মহুয়া বিতর্কে প্রথমবার মুখ খুলল তৃণমূল

মহুয়া বিতর্কে প্রথমবার মুখ খুলল তৃণমূল। মহুয়া বিতর্কে জড়াতে চায় না শাসক দল, বুঝিয়ে দিলেন কুণাল। এ বিষয়ে যা বলার মহুয়া বলবে, মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ। হিরানন্দানি গ্রুপের থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলতে মহুয়া মৈত্রকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে, হলফনামা দিয়ে দাবি হিরানন্দানি গ্রুপের। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিবৃতি দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পিএমও-র তরফে দর্শন ও তাঁর বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে হলফনামায় সই করানো হয়েছে, পাল্টা দাবি মহুয়ার

WB News LIVE Updates: '২৪-এর ভোটের আগে এসব হবে', জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্তব্য রথীনের

'২৪-এর ভোটের আগে এসব হবে। জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্তব্য রথীন ঘোষের। তাঁর দাবি, বর্তমানে ধান কেনার ক্ষেত্রেও স্বচ্ছতর বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করছেন, মন্তব্য বর্তমান খাদ্যমন্ত্রীর।

West Bengal LIVE Updates: 'এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে', এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দুর

এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে। ধৃত মন্ত্রী ও তৃণমূল বিধায়কদের তালিকা তুলে ধরে এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর।

WB News LIVE Updates: রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে মমতার ভূমিকা খতিয়ে দেখতে ইডির ডিরেক্টরকে আর্জি শুভেন্দুর

এক্স পোস্টে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখতে ইডির ডিরেক্টরকে আর্জি জানালেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজের এক্স হ্য়ান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্য় ও সরবরাহমন্ত্রী থাকাকালীন দুর্নীতির পাহাড়ের সঙ্গে যুক্ত জ্য়োতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় এজেন্সির নজর থেকে বাঁচাতে তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ২০২১ সালে খাদ্য় ও সরবরাহমন্ত্রী করেননি। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্য়োপাধ্যায় চেয়েছিলেন জ্য়োতিপ্রিয় মল্লিক বেআইনিভাবে টাকা তুলুন এবং তার অংশ নির্দিষ্ট ব্য়ক্তিদের কাছে পাঠান। সেই জন্য় জ্য়োতিপ্রিয় মল্লিককে মুখ্যমন্ত্রী ধান ও অন্য়ান্য় খাদ্য় শস্য় কেনা ও সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্য়ান করেন, অভিযোগ বিরোধী দলনেতার।

West Bengal LIVE Updates: আজ তারা মায়ের আবির্ভাব দিবস, তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন

আজ তারা মায়ের আবির্ভাব দিবস। আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব হয়। কথিত আছে, পাল রাজত্বের সময় জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষে প্রতি বছর এইদিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আজ ভোর ৩টেয় গর্ভগৃহ থেকে তারা মায়ের মূর্তি বের করে বিরাম মঞ্চে তাঁর ছোট বোন মুলুটির মা মৌলিক্ষার মন্দিরের অভিমুখে পশ্চিমদিকে বসানো হয়। জীবিত কুণডু থেকে জল এনে মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি।

WB News LIVE Updates: "যত চোর গ্রেফতার হচ্ছে, চোরের রানির ছটফটানি বাড়ছে", জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মন্তব্য সুকান্তর

"যত চোর গ্রেফতার হচ্ছে, চোরের রানির ছটফটানি বাড়ছে।" জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের।

West Bengal LIVE Updates: বিশ্বভারতীর ফলকে ব্রাত্য় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, উপাচার্যের কৈফিয়ত তলব রাজ্য়পালের

বিশ্বভারতীর ফলকে ব্রাত্য় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বিশ্বভারতীর উপাচার্যের কৈফিয়ত তলব করলেন রাজ্য়পাল। রাজভবন সূত্রের খবর, বিশ্বকবি রবীন্দ্রনাথ শুধু বাংলারই নন, দেশের মহান ব্য়ক্তিত্ব বলে বিদ্য়ুৎ চক্রবর্তীকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। বিশ্বভারতী সূত্রে খবর, উপাচার্য রাজ্য়পালকে জানিয়েছেন, আর্কিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়া এবং সংস্কৃতি মন্ত্রকে পাঠানো হয়েছে কী লিখতে হবে। উত্তরের জন্য় অপেক্ষা করা হচ্ছে।   

WB News LIVE Updates: জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি, বৃহস্পতিবার ব্যবসায়ী দেবাশিস দে-র বাড়িতেও হানা ED-র

জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি, বৃহস্পতিবার ব্যবসায়ী দেবাশিস দে-র বাড়িতেও হানা দেয় ED। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর ছেলে কয়েক মাস আগে খাদ্য দফতরে চাকরি পেয়েছেন। যার সঙ্গে আবার মন্ত্রীর আপ্ত সহায়কের যোগাযোগ রয়েছে বলে সূত্রের দাবি।

West Bengal LIVE Updates: দুপুরে আদালতে পেশ করা হবে জ্য়োতিপ্রিয় মল্লিককে, খবর ইডি সূত্রে

সকালে স্বাস্থ্য পরীক্ষার পর দুপুরে জ্য়োতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। গ্রেফতারির পর তিনি গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী। 

WB News LIVE Updates: বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র সরাসরি যোগাযোগের তথ্য আছে, দাবি শুভেন্দুর

বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র সরাসরি যোগাযোগ ছিল। তাঁর কাছে তথ্য আছে, দাবি শুভেন্দু অধিকারীর। অরিজিনাল এভিডেন্স আছে তাঁর কাছেও, পাল্টা দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal LIVE Updates: 'আমি গভীর ষড়যন্ত্রের শিকার', ইডির হাতে গ্রেফতারের পর মন্তব্য জ্যোতিপ্রিয়র

আমি গভীর ষড়যন্ত্রের শিকার। আমাকে শিকার করে বিজেপি ভালো কাজ করেছে। ইডির হাতে গ্রেফতারের পর মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। 

WB News LIVE Updates: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ

রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। প্রায় ১০০ কোটি টাকা সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। 'বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে'। বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে, ইডি সূত্রে।

West Bengal LIVE Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। ২০ ঘণ্টা ইডির ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী।রাত ৩.২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জোড়া বাড়িতে ইডির তল্লাশি চলে।

প্রেক্ষাপট


  • রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam Case) গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। ২০ ঘণ্টা ইডির (Enforcement Directorate) ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী (Former Food Minister)। রাত ৩.২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। ষড়যন্ত্রের শিকার, মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জোড়া বাড়িতে ইডির তল্লাশি। 

  • ময়দান চত্বরে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বতী স্থগিতাদেশ। মেট্রোর কাজের জন্য আপাতত কোন গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড।

  • রেশন দুর্নীতির তদন্তের পাশাপাশি শিক্ষা দুর্নীতির তদন্তেও তৎপর ইডি। 'কালীঘাটের কাকু'র শারীরিক অবস্থার খোঁজ নিতে এসএসকেএমের ইডি-র আধিকারিকরা। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে গেলেন ইডি-র অফিসাররা। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগেই ভর্তি আছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। আদালতের নির্দেশের পর সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ইডি: সূত্র।

  • কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এসএসকেএমে গেল ইডি। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না মেলায় তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সুজয়কৃষ্ণ ভদ্র 'স্থিতিশীল' রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। 

  •  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.